কাশ্মীরের বারামুলায় মেঘভাঙা বৃষ্টি, একই পরিবারের মৃত চার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/09/2021   শেষ আপডেট: 12/09/2021 5:38 p.m.

নিখোঁজ এক

শনিবার কাশ্মীরের বারামুলা জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে তিন শিশু সহ মৃত একই পরিবারের চার সদস্য। সূত্রের খবর, শনিবার রাত্রে উত্তর কাশ্মীরের সোপর এলাকায় দাঙ্গিওয়াচা অঞ্চলের উচ্চভাগে আসে এই প্রাকৃতিক দুর্যোগ।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ এবং কাশ্মীর দুর্যোগ মোকাবিলা বাহিনী। সেখান থেকে তাঁরা চার মৃতদেহ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত চার ব্যক্তি হলেন মোঃ তারিক খাড়ি (৮), শাহনাজা বেগম (৩০), নাজিয়া আখতার (১৪) এবং আরিফ হুসেন খাড়ি। তাঁরা প্রত্যেকেই জম্মুর রাজৌরির কালসিয়ান নওশেরার বাসিন্দা। তবে তাঁদের বাসস্থানের কোনও স্থায়ী ঠিকানা নেই। একইসঙ্গে দুর্ঘটনায় নিখোঁজ এই পরিবারেরই আরও এক সদস্য, মোহাম্মদ বসির খাড়ি (৮০)। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।