হিন্দি দিবসের শুভেচ্ছা জানাতে গিয়েও মোদির প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/09/2021   শেষ আপডেট: 14/09/2021 1:07 p.m.
twitter@AmitShah

হিন্দিকে 'রাজভাষা' বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আজ হিন্দি দিবস, সেই উপলক্ষ্যেই সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টুইট, "হিন্দি দিবস উপলক্ষে সকল দেশবাসী এবং হিন্দি ভাষার বিকাশে যাঁদের অবদান আছে, সেই সকল ভাষাবিদকে শুভেচ্ছা।" অন্যদিকে, হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

তাঁর টুইট, "আপনাদের সকলকে হিন্দি দিবসের অনেক শুভেচ্ছা। হিন্দিকে সক্ষম এবং শক্তিশালী ভাষা হিসাবে তুলে ধরার জন্য আলাদা আলাদা এলাকার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা আছে। আপনাদের চেষ্টাতেই হিন্দি আজ বিশ্বের মঞ্চে আরও বেশি করে প্রতিষ্ঠা পাচ্ছে।"

হিন্দিকে 'রাজভাষা' বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) টুইট, "নিজের মাতৃভাষার পাশাপাশি রাজা হিন্দির ব্যবহার বাড়ানোর সংকল্প করুন। মাতৃভাষা এবং রাজভাষার সমন্বয়েই ভারতের উন্নতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দি এবং সমস্ত ভাষার সমান্তরাল উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।"