ভারতে প্রথম মহিলার ফাঁসির প্রস্তুতি শুরু মথুরা জেলে, কিন্তু কি অপরাধে এত কঠোর শাস্তি?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/02/2021   শেষ আপডেট: 17/02/2021 6:31 p.m.
ফাঁসি @pixabey

সুপ্রিম কোর্ট ফাঁসির সিদ্ধান্ত পুনর্বিবেচনাকে খারিজ করে দিয়েছে

দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম এক মহিলার ফাঁসি হবে। ইতিমধ্যেই মথুরার জেলে ওই মহিলার ফাঁসির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে মথুরার জেলে আমরোহার শবনম নামের মহিলার ফাঁসি হতে চলেছে। তার ফাঁসি দেবে নির্ভয়া দোষীদের ফাঁসিতে ঝোলানো পবন জল্লাদ। ইতিমধ্যেই তার ফাঁসিকাঠের দুবার পরীক্ষা করা হয়ে গেছে। তার ফাঁসির দড়ি আনা হচ্ছে বিহারের বক্সার থেকে। এছাড়াও সুপ্রিম কোর্ট ফাঁসির সিদ্ধান্ত পুনর্বিবেচনাকে খারিজ করে দিয়েছে। এছাড়াও ফাঁসি আটকানোর শেষ উপায় অর্থাৎ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মুকুবের আবেদন গেলে তিনি অপরাধের মাত্রা বিচার করে আদেশ বহাল রেখেছেন।

কিন্তু কেন এই মহিলাকে ফাঁসি দেওয়া হচ্ছে? আসলে আমরোহা জেলার হাসানপুরের বাসিন্দা শবনম সেলিম নামের স্থানীয় এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। সুফি পরিবারের মেয়ে শবনম ইংরেজি ভূগোল এমএ পাস করেছিলেন। কিন্তু অন্যদিকে সেলিম ক্লাস ফাইভ ফেল করা ও দিনমজুরের কাজ করতো। ফলে শবনমের সাথে সেলিমের সম্পর্ক বাড়ির লোক মেনে নেয়নি। সেইজন্য ২০০৮ সালের ১৪ এপ্রিল রাতে প্রেমিক সেলিমের সাথে বাবা, মা, ১০ মাসের ভাইপোসমেত পরিবারের মোট ৭ জনকে নিষ্ঠুরভাবে খুন করে শবনম। কুঠার দিয়ে সবার শরীর ছিন্নভিন্ন করে দিয়েছিল সে। আর তার জন্যই আজ ফাঁসিতে ঝুলতে হচ্ছে তাকে।