দোলের পরেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের থেকে আসবে টাকা, জানুন কারা কারা পাবেন এই টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/03/2021   শেষ আপডেট: 31/03/2021 7:05 a.m.

ভারতের ১১ কোটি ৭৪ লক্ষ মানুষের কাছে সরাসরি টাকা পাঠাবে কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সকলকে দেওয়া হলো একটি নতুন সুখবর। এবারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দোল উৎসবের পরেই ১১ কোটি ৭৪ লক্ষ কৃষকের জন্য আসতে চলেছে সুখবর। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যদি কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা থাকে তবে খুব দ্রুত তাদের একাউন্টে টাকা ঢুকে যাবে। কেন্দ্রীয় সরকার পিএম কিসানের এর অষ্টম কিস্তির টাকা দেওয়া শুরু করবে। যেকোনো সময়ের মধ্যে এই কিস্তির টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

এবার চেক করতে হবে আপনার স্ট্যাটাস। যদি স্ট্যাটাসে Rft Signed By State লেখা থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। তবে যদি সেরকম কিছু লেখা না থাকে তাহলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। এবার এটা আপনি বাড়িতে বসে দেখে নিতে পারেন। এজন্য আপনাকে যেতে হবে pmkisan.gov.in ওয়েবসাইটে। সেখান থেকে ফারমার্স কর্নার এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়ে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল ফোন যে কোন একটি বিকল্প ফিলাপ করুন। তারপর গেট ডেটা অপশন এ ক্লিক করলে আপনি আপনার সমস্ত ট্রানজাকশন ডিটেল পেয়ে যাবেন।

এবারে যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে Rft Signed By State for 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th কিস্তির বিষয়ে আপনারা জানতে পারবেন। এরপর রাজ্য সরকারের মাধ্যমে আপনার কাছে টাকা চলে যাবে। আপনি যদি নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে ওই একই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করুন। তারপর আধার নম্বর এন্টার করলে নাম নথিভুক্তিকরণ এর একটি পেজ খুলবে। সেখানে আপনাকে সমস্ত তথ্য দিতে হবে। বিস্তারিত জানার জন্য নতুন হেল্পলাইন নম্বর 24300606 এ কল করতে পারেন।