আগামী ৮ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিল কৃষকেরা

রিচা রায়
প্রকাশিত: 04/12/2020   শেষ আপডেট: 04/12/2020 7:18 p.m.
twitter @diljitdosanjh

সংবাদসংস্থা পিটিটিআই কে কৃষক নেতা হরবিন্দর সিং তাদের ভারত বন্ধের পরিকল্পনার কথা জানান

কেন্দ্রের সাথে অচলাবস্থার মধ্যে সরকারের এই বিতর্কিত আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ কে আরো জোরালো করতে আগামী ৮ই ডিসেম্বর ভারত বন্ধের আহ্বান জানালো কৃষক নেতৃবৃন্দ। এদিন, শুক্রবার কৃষক নেতা হরবিন্দর সিং বৈঠক শেষে সংবাদ সংস্থা পিটিটিআই কে ভারত বন্ধ আহ্বানের কথা জানান। তিনি এও বলেন যে, দিল্লীর অবশিষ্ট রাস্তাগুলিও অবরোধ করার পরিকল্পনা করছেন তারা।

এদিকে, দিল্লী এনসিআরের সীমান্তবর্তী অঞ্চলে বিক্ষোভকারী কৃষকদের অবিলম্বে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। একজন অ্যাডভোকেটের দায়ের করা আবেদনে দিল্লীতে কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। গত বৃহস্পতিবার কৃষকদের প্রতিনিধি এবং সরকারের মধ্যে বৈঠকে কৃষির আইন নিয়ে অচলাবস্থার মধ্যে কোনো সমাধান হয়নি। পরের দফায় বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫ই ডিসেম্বর।