"আমরা আমাদের নিজেদের খাবার নিয়ে এসেছি" বৈঠকে সরকারের দেওয়া খাবার প্রত্যাখ্যান করলেন কৃষক নেতারা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/12/2020   শেষ আপডেট: 03/12/2020 6:39 p.m.
twitter

'দিল্লী চলো' বিক্ষোভের মধ্যই কেন্দ্রের সাথে দ্বিতীয় দফার বৈঠক সারতে বিজ্ঞানভবনে কৃষকেরা

বৃহস্পতিবার নতুন কৃষি আইন সম্পর্কিত বৈঠকের জন্য বিজ্ঞানভবনে যাওয়া কৃষক নেতারা সরকারের দেওয়া খাবার গ্রহণ করেননি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে কৃষক নেতারা তাদের সাথে করে যে খাদ্য দ্রব্য এনেছেন তা সবাই মিলে ভাগ করে খাচ্ছেন। সরকারী আতিথেয়তা গ্রহণ করেননি তারা।

বৃহস্পতিবার প্রতিবাদের অষ্টমদিনে 'দিল্লী চলো' কর্মসূচীর মধ্যেই ৪০ জন কৃষকের একটি প্রতিনিধি দল বিজ্ঞান ভবনে পৌঁছায়। আন্দোলনরত কৃষকেরা এর আগেই জানিয়েছিল তারা কয়েকমাস খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য নিয়ে প্রতিবাদ জানাতে দিল্লী এসছিল। এবং তাদের প্রতিবাদের মধ্যে এই ইঙ্গিত ছিল যে তাদের দাবি না মানলে ফসল ফলাবেনা।