পিপিই কিট পরে টানা ডিউটি ১৫ ঘন্টা, ঘামে স্নান করা ডাক্তারের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/04/2021   শেষ আপডেট: 30/04/2021 6:26 p.m.
ডঃ সোহিল ভাইরাল ছবি twitter.com/DrSohil

সম্প্রতি দিল্লির চিকিৎসক সোহিল তার টুইটারে এই ছবি পোস্ট করেছেন

করোনা অতিমারি যেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে জাঁকিয়ে বসেছে ভারতবর্ষের বুকে। প্রায় প্রতিদিন সংক্রমণ হার এবং মৃত্যুহার পাল্লা দিয়ে বাড়ছে। এখন প্রায় প্রতিদিন ৪ লক্ষের কাছাকাছি করোনা সংক্রমণ হচ্ছে। এর মধ্যে বিভিন্ন রাজ্যে অক্সিজেন বা রেমডেসিভির ঔষধের আকাল দেখা গেছে। হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না। বেডের অভাবে রাস্তায় লাইন দিতে হচ্ছে করোনা রোগীদের। এই অবস্থায় বলা যেতে পারে দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত নড়ে গেছে। কিন্তু এই অবস্থাতেও চেষ্টার খামতি রাখছে না দেশের ডাক্তাররা। তারা তাদের জীবনের বাজি রেখে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দিল্লির চিকিৎসক সোহিল তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে প্রায় গলদঘর্ম অবস্থায় দাঁড়িয়ে তিনি। তিনি জানিয়েছেন প্রায় ১৫ ঘন্টা পিপিই কিট পরে তিনি কাজ করছিলে।

সোশ্যাল মিডিয়াতে এই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা গিয়েছে যে ১৫ ঘন্টা পিপিই কিট পরে ডিউটি করার পর ওই চিকিৎসক ঘামে ভিজে গেছেন। দেখে যেন মনে হচ্ছে তিনি সদ্য জামা পরে স্নান করে এসেছেন। নেটিজেনরা ছবিটি দেখে গোটা ভারতবর্ষের ডাক্তারের প্রশংসা করেছেন। টুইটে চিকিৎসক সোহিল সবার মনে জোর দেওয়ার জন্য লিখেছেন, "তবুও লড়ে যাব করোনার বিরুদ্ধে। কারণ যেভাবেই হোক জিততে হবে।"