কো-উইন অ্যাপে অগ্রিম নথিভুক্তিকরণ ছাড়া মিলবেনা করোনা টিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/01/2021   শেষ আপডেট: 19/01/2021 12:55 p.m.
-

অ্যাপ পরিষেবা পুনরুদ্ধার হতেই বন্ধ হল অফলাইন প্রক্রিয়া, জারি হল নতুন নির্দেশিকা

দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। কো-উইন নামক অ্যাপের মাধ্যমে অগ্রিম নাম ও আরো যাবতীয় তথ্য নথিভুক্ত করে তবেই টিকা নেওয়া যাবে বলে ঘোষিত হয়েছিল। তবে একইসাথে সমগ্র দেশজুড়ে কোটি কোটি মানুষ একসাথে এই অ্যাপ ব্যবহার করায় পরিষেবা দিতে বেশ সমস্যা হচ্ছিল। ইন্টারনেট সার্ভার ডাউনে কাজ আটকে যাওয়া থেকে শুরু করে ওটিপি আসতে দেরী হওয়া, ইত্যাদি নানা সমস্যায় পড়ে অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ রেখে কম্পিউটারে নাম নথিভুক্তিকরণ বা অফলাইন প্রকিয়া বেছে নেওয়া হয়। গতকালই অ্যাপ পরিষেবা পুনরুদ্ধার করে কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর।

এই নির্দেশিকায় বলা হয়েছে যেসব গ্রহীতার নাম কো-উইন অ্যাপে নথিভুক্ত থাকবে না, তারা কোনোভাবেই টিকা পাবেনা কারণ অফলাইন প্রক্রিয়া বন্ধ করে এখন থেকে শুধু অনলাইন পদ্ধতিই চালু থাকবে। আরও বলা হয়েছে দৈনিক ২০০ জন নাম নথিভুক্ত করতে পারবেন এবং টিকা দেওয়া হবে দৈনিক ১০০ জনকে। যেহেতু অনেকেই নাম রেজিস্টার করলেও টিকা নিতে আসছেননা, তাই এই অতিরিক্ত নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত। যেসব ব্যক্তিরা টিকা নিতে চান তাদের টিকাগ্রহনের আগের দিনই বেলা বারোটার মধ্যে নাম লেখাতে হবে কো-উইনে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সে টিকা পাওয়া যাবে সবার শেষে। প্রত্যেক হাসপাতাল অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে ইতিমধ্যেই লিখিত ফরম্যাটে পৌঁছে গেছে এই নির্দেশিকা। টিকাকরণের জন্য স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ানোর আদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। জরুরি ভিত্তিতে টিকা নিতে গেলে নথিভুক্তির সাথে স্বাস্থ্য দফতরকেও জানাতে হবে।