বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি, মমতা, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতিও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/10/2021   শেষ আপডেট: 15/10/2021 2:57 p.m.
-

সমগ্র দেশবাসীকে বিজয় দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজনৈতিক নেতারা

বাঙ্গালীর সবথেকে বড় উৎসব দুর্গাপূজার আজকে শেষ দিন। বাপের বাড়িতে চার দিন ছুটি কাটিয়ে এবারে উমার কৈলাসে ফেরার পালা। তাই বিজয়া দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। পাশাপাশি সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা জওয়ান দের পরিবারের সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেখান থেকেই দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, দেশের সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় দশমীর দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠবে দেশ, এমনটাই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাকে বিজয়াদশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজে টুইট করে ফোনালাপের বিষয়টি উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি রাজ্যবাসীকে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের মাধ্যমে সম্প্রীতি বার্তা লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "মাগো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি সম্প্রীতি ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে।" হিন্দি ভাষায় টুইট করে বাংলার সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর।