কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি হল কেন্দ্র

রিচা রায়
প্রকাশিত: 28/12/2020   শেষ আপডেট: 28/12/2020 8:44 p.m.
twitter @diljitdosanjh

আগামী বুধবার অর্থাৎ ৩০শে ডিসেম্বর এই আলোচনা হবে বলে জানা গেছে

কেন্দ্রীয় সরকারে কৃষিবিলের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদের আঁচ ছড়িয়েছে দেশ জুড়ে। এইবার কৃষকদের সঙ্গে একটি সুষ্ঠ আলোচনায় বসতে রাজি হল কেন্দ্র। বুধবার, অর্থাৎ আগামী ৩০শে ডিসেম্বর কৃষকদেরকে আলোচনার জন্য আহ্বান করেছে কেন্দ্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর চাইছেন, এই দীর্ঘ কৃষক আন্দোলনের এবার একটা সমাধান হোক। কেন্দ্রীয় সরকারও সেই বিষয়ে সহমত পোষণ করার ফলেই কৃষকদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বোধবার দুপুর ২টোয় এই মিটিং হবে বলে জানা গেছে।

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও কৃষকেরা আন্দোলন থেকে সরে আসতে রাজি ছিলেননা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় ছিল তারা। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী আশ্বাস দিলেও কৃষকেরা মানেননি। ফলে সরকার এবং কৃষক, দুপক্ষই নিজেদের যুক্তিতে অনড় থাকায় এই জটিলতার সমাধান হয়নি। তবে সোমবার কৃষকেরা তাদের অবস্থান থেকে সরে এসে কেন্দ্রের সঙ্গে আলোচনায় রাজি হল। তবে কৃষকেরা কেন্দ্রের তরফ থেকে এর আগেও আলোচনায় বসার প্রস্তাব পেলেও তাদের শর্ত ছিল কৃষি আইন প্রত্যাহার যদি আলোচনার প্রধান বিষয় হয় তবেই তারা আলোচনায় বসবে। কেন্দ্র এই শর্ত মেনেই কৃষকদের আলোচনায় আহ্বান জানিয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি।