করোনা টিকা নিলেই অতিরিক্ত সুদ ফিক্সড ডিপোজিটে, অভিনব স্কিম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/04/2021   শেষ আপডেট: 13/04/2021 3:38 p.m.
facebook.com/CentralBankofIndia

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এই নতুন স্কিমের নাম রেখেছে ইমিউন ইন্ডিয়া ডিপোজিট স্কিম

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও মার্চ মাস থেকে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ব্রাজিলকে টপকে ভারতের দৈনিক সংক্রমনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি। এই মুহূর্তে দেশের প্রত্যেকটি রাজ্য সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করছে। এরই মাঝে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক অভিনব উদ্যোগ এনেছে যাতে করোনা ভ্যাকসিন দেওয়া থাকলে অতিরিক্ত হারে সুদ পাওয়া যাবে। জানা গিয়েছে অতিরিক্ত ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ পাবেন ভ্যাকসিন গ্রহণকারীরা।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এই নতুন স্কিমের নাম দিয়েছে ইমিউন ইন্ডিয়া ডিপোজিট স্কিম। এই স্কিম ম্যাচিওর হতে সময় লাগবে ১১১১ দিন। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদ দেওয়া হবে। ব্যাঙ্ক তাদের এই নতুন স্কিমের কথা ট্যুইট করে জানিয়েছেন। তারা টুইটে লিখেছে, আমজনতা যাতে করোনা টিকা নিতে বেশি উৎসাহিত হয় তার জন্য এমন অভিনব স্কিমের কথা ভাবা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে তৃতীয় দফার করোনা টিকাকরন শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে ৪৫ এবং তার বেশি বয়স্ক মানুষদের টিকা দেওয়া হচ্ছে।