ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন কিনছে ব্রাজিল, আজ হল চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/01/2021   শেষ আপডেট: 12/01/2021 11:03 p.m.
-

ব্রাজিলের প্রেসিকা মেদিক্যামেন্টোস কোম্পানি ভারত বায়োটেকের থেকে কো ভ্যাক্সিন কেনার চুক্তি স্বাক্ষর করেছে

গত বছরের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়েছে করোনা ভাইরাস প্যানডেমিকের কারণে। কিন্তু এরইমধ্যে চলতি বছরের শুরুতে করোনা ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন টিকাকরণ শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ভারত সরকার সেরাম ইনস্টিটিউটের থেকে ১.১ কোটি ভ্যাকসিন ডোজ কিনেছে। অন্যদিকে ভারতের আরেক করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি ভারত বায়োটেক কো-ভ্যাক্সিন নামক একটি করোনা ভ্যাকসিন প্রস্তুত করেছে। জানা গিয়েছে আজ অর্থাৎ ১২ জানুয়ারি মঙ্গলবার ব্রাজিলের প্রেসিকা মেদিক্যামেন্টোস কোম্পানি ভারত বায়োটেকের থেকে কো ভ্যাক্সিন কিনতে চেয়েছে। তারা ইতিমধ্যেই ভারত বায়োটেক কোম্পানির প্রধান ডক্টর কৃষ্ণা এল্যার সাথে বৈঠক সেরেছে ও ভ্যাকসিন কেনার চুক্তিতে স্বাক্ষর করেছে।

অন্যদিকে ভারত সরকার হায়দ্রাবাদের ভারত বায়োটেক কোম্পানির থেকে ৫৫ লাখ ভ্যাকসিন ডোজ কিনতে চেয়েছে। কোম্পানি ভারত সরকারের জন্য প্রতি ডোজের দাম ২৯৫ টাকা করে নির্ধারণ করেছে। তারা আগামী ১৪ জানুয়ারির মধ্যে ভারতের ১২ টি সেন্টারে তাদের ভ্যাকসিন পৌঁছে দেবে। অন্যদিকে আজ কলকাতায় এসে পৌঁছেছে পুনের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন। আজ সকালে বিশেষ বিমানে করে প্রায় ৭ লক্ষ ভ্যাকসিন বিমানবন্দরে পৌঁছায়। তারমধ্যে কলকাতার জন্য বরাদ্দ ৯৩ হাজার করোনা ভ্যাকসিন ফয়েল। এছাড়া বাকি হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও উত্তরবঙ্গের ৬ টি মেডিকেল কলেজে বন্টন হয়ে যাবে।