এবার ব্রাজিলেও পৌঁছে গেল ভারতে তৈরি কোভ্যাক্সিন, মোদীর 'সঞ্জীবনী'-তে আপ্লুত বলসোনারো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2021   শেষ আপডেট: 23/01/2021 11:08 a.m.
~

ব্রাজিলের ভারত-সন্মানার্থে ট্যুইটে হনুমানজি!

প্রতিবেশী দেশে সাহায্যের হাত আগেই বাড়িয়েছে ভারত। ইতিমধ্যেই নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ ও বাংলাদেশে পৌঁছে গেছে ২০লক্ষ ভ্যাকসিন। প্রতিবেশী দেশ পেরিয়ে শুক্রবার ব্রাজিল ও মরোক্কোকেও ২০ লক্ষ করে টিকা সরবরাহ করল ভারত। সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে ব্রাজিলের ব্যাপক সংক্রমণ ও ভয়াবহ মৃত্যুমিছিল। এমতাবস্থায় ভারত থেকে ভ্যাকসিন পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সেদেশের রাষ্ট্রপতি জাইর বলসোরানো। শুক্রবার মুম্বাই থেকে ভ্যাকসিন সহ বিমান রওয়ানা হতেই তিনি একটি অভিনব কায়দায় ট্যুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বলসোনারোর ট্যুইটে দেখা যাচ্ছে তিনি একটি ছবি পোস্ট করেন। কাঁধে গন্ধমাদন পর্বত নিয়ে ভারত থেকে ব্রাজিলের দিকে উড়ে যাচ্ছেন হনুমানজি। একইসাথে মোদীকে 'নমস্কার' জানিয়ে তিনি লেখেন এই করোনা মহামারীকালে তার মতো একজন পার্টনার পেয়ে সন্মানিত বোধ করছেন তিনি। ধন্যবাদ জানান ভারত থেকে ভ্যাকসিন ব্রাজিলে পৌঁছে দেবার জন্য। একইদিনে মরোক্কোতেও পৌঁছে গেছে ২০ লক্ষ ভ্যাকসিন। দক্ষিন এশিয়া সহ সারা বিশ্বের নানা প্রান্তে যেভাবে ভারত পৌঁছে যাচ্ছে তার ভ্যাকসিন নিয়ে তাতে খুশি আমেরিকাও। ভারতকে 'প্রকৃত বন্ধু' বলেও উল্লেখ করেন তারা।