২০১৯-২০ অর্থবর্ষের ধনীতম রাজনৈতিক দল বিজেপি, দ্বিতীয় কে?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2022   শেষ আপডেট: 28/01/2022 6:07 p.m.

মোট সম্পত্তির বহরে বাকি দলগুলির তুলনায় আলোকবর্ষ এগিয়ে বিজেপি

দলীয় সম্পদের দৌড়ে ভারতের বাকি রাজনৈতিক দলগুলির থেকে অনেকটাই এগিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি (BJP), সেবিষয়ে প্রমান মিলেছে একাধিকবার। অ্যাসোসিয়েশান অফ ডেমোক্র্যাটিক রিফর্ম (Association of Democratic Reform) প্রকাশিত তালিকাতেও তার নড়নচড়ন হল না। ২০১৯-২০ সালে দলীয় সম্পত্তির পরিমাণে বাকি রাজনৈতিক দলগুলির থেকে অনেকটাই এগিয়ে থাকল বিজেপি। তবে দ্বিতীয় কে হল?

না! কংগ্রেস (Congress) নয়। বরং দ্বিতীয় ধনীতম দল হিসাবে তালিকায় উঠে এসেছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (BSP) নাম। ঠিক তার পিছনেই অবশ্য রয়েছে কংগ্রেস। তবে বাকি দলগুলি সম্পত্তির পরিমাণে বিজেপির কাছে নিতান্তই শিশু।

এডিআর-এর (ADR) প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া ৪,৮৪৭.৭৮ কোটি টাকা। সেখানে দ্বিতীয় স্থানে থাকা বিএসপি-র মোট সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। ২০১৯-২০তে কংগ্রেসের মোট সম্পত্তি ৫৮৮.১৬ কোটি টাকা। তালিকায় উঠে এসেছে মোট সাতটি সর্বভারতীয় এবং ৪৪ টি আঞ্চলিক রাজনৈতিক দলের মোট সম্পত্তির পরিসংখ্যান। দেখা গিয়েছে, ৭ টি সর্বভারতীয় দলের মোট সম্পত্তির পরিমাণ ৬,৯৮৮.৫৭ কোটি টাকা। অন্যদিকে ৪৪ টি আঞ্চলিক রাজনৈতিক দলের মোট সম্পদের পরিমাণ ২,১২৯.৩৮ কোটি টাকা। উল্লেখ্য, বিজেপির সম্পত্তির পরিমাণ ৪৪ টি আঞ্চলিক দলের মোট সম্পত্তির দ্বিগুণেরও বেশি।

সাতটি সর্বভারতীয় রাজনৈতিক দলের মোট সম্পদের মধ্যে বিজেপির সংগ্রহেই রয়েছে মোটের ৬৯.৩৭ শতাংশ, যেখানে বহুজন সমাজ পার্টির সংগ্রহে রয়েছে মোট সম্পত্তির ৯.৯ শতাংশ এবং কংগ্রেসের সংগ্রহে রয়েছে ৮.৪২ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, ৪৪ টি আঞ্চলিক দলের মধ্যে প্রথম ১০ টি দলের কাছেই রয়েছে ২,০২৮.৭১৫ কোটি টাকা যা আঞ্চলিক দলগুলির মোট সম্পদের ৯৫.২৭ শতাংশ। ২০১৯-২০ অর্থবর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে সবথেকে বেশি সম্পত্তির মালিক সমাজবাদী পার্টি (SP)। তাদের মোট সম্পত্তির আর্থিক পরিমাণ ৫৬৩.৪৭ কোটি টাকা (যা মোট সম্পদের ২৬.৪৬ শতাংশ)। দ্বিতীয় ধনীতম আঞ্চলিক দলটি হল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS) (মোট সম্পত্তি ৩০১.৪৭ কোটি টাকা) এবং তৃতীয় স্থানে রয়েছে এআইএডিএমকে (AIDMK) (মোট সম্পত্তি ২৬৭.৬১ কোটি টাকা)।

সর্বভারতীয় দলগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সিপিআইএম (CPIM(M)) (মোট সম্পত্তি ৫৬৯.৫১ কোটি টাকা)। পঞ্চম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) (২৪৭.৭৮ কোটি টাকা)। ষষ্ঠ এবং শেষ স্থানে রয়েছে যথাক্রমে সিপিআই (CPI) (২৯.৭৮ কোটি টাকা) এবং এনসিপি (NCP) (৮.২০ কোটি টাকা)।