বেনজির বিপ্লব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/12/2020   শেষ আপডেট: 09/12/2020 2:24 p.m.
twitter.com/BjpBiplab

ত্রিপুরাবাসীর ইচ্ছায় মুখ্যমন্ত্রীত্ব ছাড়তেও রাজি?

মঙ্গলবার আবারো পদ ছেড়ে দেওয়ার কথা শোনা গেল ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কন্ঠে। আগামী ১৩ই ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে বলেন ওই দিন প্রকাশ্যে জনগণের কাছে জানতে চাইবেন তাঁর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত কিনা। নেতিবাচক উত্তর পেলে তাও সানন্দে গ্রহণ করবেন এবং হাইকম্যান্ডকেও জানাবেন যে ত্রিপুরার মানুষ "আমাকে আর চান না।"

কিছুদিন আগেই পর্যবেক্ষক বিনোদ সোনকারের সম্মুখে "বিপ্লব হঠাও, বিজেপি বাঁচাও" স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বিজেপির কর্মী সমর্থকরা। কংগ্রেস থেকে গত বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করা সুদীপ রায়বর্মন মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হওয়া সত্ত্বেও বিপ্লবই অগ্রিম মুখ্যমন্ত্রী বলে ঘোষিত হন। চলতি বছরের জুনে বিপ্লবের নির্দেশে দলবিরোধী কাজের অভিযোগে সুদীপ রায়বর্মনকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে বহিস্কার করলে বিজেপির অন্দরেই বিপ্লব-বিরোধী আন্দোলনকে আরও জোরদার করেন সুদীপ। তাই মুখ্যমন্ত্রী নিজেই নিজের যোগ্যতা নিয়ে আগামী ১৩ই ডিসেম্বর জনগণের কাছে সরাসরি জানতে চাইবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যে পদক্ষেপ ইতিহাসে বিরল।