যৌন হেনস্থাতে বাধা দেওয়ার কারণে ৩ মাসের সন্তানকে ছিনিয়ে আগুনে ফেলে দিল এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/02/2021   শেষ আপডেট: 01/02/2021 6:08 a.m.

বর্তমানে ওই শিশুটির চিকিৎসা চলছে হাসপাতালে

যৌন হেনস্থাতে বাধা দেওয়ার কারণে এবারে কোল থেকে ৩ মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে আগুনে ছুড়ে ফেলে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে। জানা যাচ্ছে, ওই শিশুকন্যার পায়ের কিছুটা জায়গা পুড়ে গিয়েছে। বিহারের মুজফ্ফরপুরের বোচাহা থানা এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই মহিলা সন্তানকে কোলে নিয়ে আগুনের সামনে বসেছিলেন। সেই সময়ে ওই ব্যক্তি ওই মহিলার সঙ্গে যৌন হেনস্থা করার চেষ্টা করেন। বাধা দেওয়ায় মহিলার কোল থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে আগুনে ফেলে দেন ওই ব্যক্তি।

বিহারের পুলিশ সূত্রে খবর, এই জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা অনুযায়ী খুনের চেষ্টা, ৩৫৪ ধারা অনুযায়ী মহিলার সম্মানহানি, ৩২৩ ধারা অনুযায়ী আঘাত এবং ৩৪১ ধারা অনুযায়ী জোর করে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পুলিশ। মহিলার স্বামী জানিয়েছে, "আমি যখন প্রথম থানায় যাই অভিযোগ জানাতে, তখন অভিযোগ গ্রহণ করা হয়নি। তারপর আমি সিনিয়র পুলিশ সুপারের কাছে যাই। তারপরে তদন্ত শুরু করা হয়।" অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ওই মহিলার স্বামী। বর্তমানে পুলিশ ওই ঘটনার তদন্ত করছে।