"দিল্লিতে পেরেক না পুঁতে, লাদাখে কাঁটাতার লাগাক", মোদি সরকারকে তীব্র কটাক্ষ ওয়েইসির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2021   শেষ আপডেট: 08/02/2021 3:42 p.m.
মোদী ওয়েইসি @twitter

মিম প্রধান ওয়েইসির প্রশ্ন যে কেন প্রধানমন্ত্রীর মুখে চীনের নাম উচ্চারণ করতে শোনা যায় না?

এবার কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইন ও লাদাখ সীমান্তে চিনা সেনাদের অনুপ্রবেশ নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি সরাসরি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, "আগে কেন্দ্র সরকারের চিনা সেনাদের অনুপ্রবেশ রুখতে লাদাখ সীমান্তে কাঁটাতার দেওয়া উচিত। কিন্তু তা না করে কেন্দ্র সরকার দেশের অন্নদাতা কৃষকদের আটকানোর জন্য দিল্লি সীমান্তে রাস্তায় পেরেক পুঁতছে।" তিনি আরও বলেছেন, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে কখনো চীনের নাম উচ্চারণ করতে শোনা যায় না। এদিকে তিনি কৃষক বিদ্রোহ আটকানোর জন্য উঠে পড়ে লেগেছেন। কৃষকদের জন্য কাঁটাতার বানিয়ে নিজেকে সুরক্ষিত করছেন, আর অন্যদিকে লাদাখ সীমান্তে কাঁটাতার না থাকার জন্য ১৮ জন ভারতীয় সেনাকে তাদের প্রাণ দিতে হয়েছে। মোদির যদি ক্ষমতা থাকে তাহলে চীনকে আটকে দেখাক।"

এছাড়াও এদিন ওয়েইসি কেন্দ্র সরকারের তিন কৃষি আইন নিয়ে তীব্র কটাক্ষ করে বলেছেন, "এই কৃষি আইন প্রবর্তনের মাধ্যমে দেশের সংবিধান লঙ্ঘন করছে গেরুয়া শিবির। সংবিধান অনুযায়ী কৃষি সবসময় রাজ্যের আওতাধীন। সেই বিষয়ে কেন্দ্রের কোন মতামত প্রকাশ করা উচিত না।" অন্যদিকে তিনি গোটা দেশে ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের দামের প্রসঙ্গ তুলে মোদি সরকারকে আক্রমণ করে বলেছেন, "একজন গরিব মানুষের গাড়ি বাতাস বা মোদির ভালোবাসা দিয়ে চলবে না। সেটা চালাতে পেট্রোল ডিজেল লাগবে। এখন কেন্দ্রীয় সরকারের জন্য প্রত্যেকটি মধ্যবিত্ত মানুষের জ্বালানি কিনতে নাভিশ্বাস উঠছে।"