ভোট মিটতেই পরপর দু'দিন ঊর্ধ্বমুখী জ্বালানির দাম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/05/2021   শেষ আপডেট: 05/05/2021 12:27 p.m.

শুধু পেট্রল নয়, দাম বেড়েছে ডিজেলেরও

পাঁচ রাজ্যের ভোট (Vote) মিটতেই দাম বাড়ল পেট্রল (Petrol) ও ডিজেলের (Fuel Price)। গতকাল লিটারপিছু পেট্রলের দাম বাড়ল ১৫ পয়সা আর ডিজেলের লিটার পিছু দাম বাড়ল ১৮ পয়সা। দু'মাস পর এই প্রথম পেট্রোল, ডিজেলের দাম বাড়ল। তবে গতকালই এই দাম মধ্যবিত্তের পকেটে টান ফেলতেই, আজ ফের দাম বাড়ল জ্বালানির। এই নিয়ে টানা দ্বিতীয় দিন। যা ইতিমধ্যে চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে।

আজ দেশজুড়ে ১৯ পয়সা পর্যন্ত বেড়েছে লিটার পিছু পেট্রলের দাম। রাজধানী দিল্লিতে এদিন এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭৪ টাকা। মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম ৯৭ টাকা ১২ পয়সায়। কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৯০.৭৬ টাকা থেকে বেড়ে হল ৯০.৯২ টাকা। অর্থাৎ এখানে পেট্রলের দাম বেড়েছে ১৬ পয়সা। অন্যদিকে, চেন্নাইয়ে পেট্রল মিলছে লিটারপ্রতি ৯২.৭০ টাকায়।

শুধু পেট্রল নয়, দাম বেড়েছে ডিজেলেরও। লিটারপিছু ২১ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৮১.১২ টাকা,  মুম্বইয়ে ৮৮ টাকা ১৯ পয়সা, কলকাতায় ৮৩.৯৮ পয়সা, চেন্নাইয়ে ৮৬.০৯ টাকা।

উল্লেখ্য, ক্রমশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই কিছু রাজ্য সম্পূর্ণ লকডাউন আবার কয়েক রাজ্য আংশিক লকডাউন ও কারফিউয়ের পথে হেঁটেছে। কাজেই ফের চাকরি হারিয়েছেন বহু মানুষ, সাথেই ব্যবসায়ীদের ব্যবসা চললেও নেই বিক্রি। কাজেই এভাবে পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধিতে সমস্যার সম্মুখীন বহুমানুষ।