মমতাই রোল মডেল, এবার দিল্লিতেও দুয়ারে রেশন প্রকল্প চালু করতে মরিয়া কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/06/2021   শেষ আপডেট: 09/06/2021 11:02 a.m.
অরবিন্দ কেজরিওয়াল twitter.com/ArvindKejriwal

এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেছেন দুয়ারে দুয়ারে রেশন প্রকল্প। সেই প্রকল্পের আদলেই দিল্লির প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার একটি প্রকল্প শুরু করতে চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবারে এই প্রকল্প চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মোদির উদ্দেশ্যে চিঠি দিয়ে তিনি লিখেছেন দিল্লি সরকার এই নিয়মে বদল আনতেও প্রস্তুত রয়েছে কিন্তু এই প্রকল্প চালু করতে চাইছে দিল্লি সরকার। কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে দিল্লি সরকারের এই প্রকল্প নিয়ে দ্বন্দ্ব বেশ অনেকদিন ধরে চলে আসছে। ইতিমধ্যেই এই দ্বন্দ্ব নতুনমাত্রা নিয়েছিল কয়েকদিন আগে।

দিল্লি সরকার জানিয়েছিল, কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে দিল্লির প্রত্যেকের বাড়িতে এখন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দিল্লি সরকার। কিন্তু প্রকল্প শুরু করার দুদিন আগে প্রকল্প বন্ধ করার নোটিশ পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের যুক্তি ছিল, যদি বাড়িতে বাড়িতে পিজ্জা পৌঁছে দেওয়া সম্ভব হয় তাহলে কেন বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে না? এছাড়াও তিনি বলেছিলেন এই প্রকল্প শুরু করার জন্য আইনিভাবে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তবুও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তিনি সৌজন্যতা দেখিয়ে অনুমতি নিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল যেন খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সরবরাহের পদ্ধতি বদল করা হয়, নতুবা দাম বেড়ে যাবে। এবারে কেন্দ্রের প্রতি সুর নরম করে প্রকল্প শুরু করার আর্জি জানিয়েছেন কেজরিওয়াল।