ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে মাথার উপর ভেঙে পড়ল লোহার চাঙড়, ঘটনায় মৃত ৫ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/02/2022   শেষ আপডেট: 04/02/2022 7:43 a.m.
https://twitter.com/mohol_murlidhar

এমন মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

একটি শপিং মল (Mall) তৈরির কাজ করছিলেন জন দশেক শ্রমিক। সেদিনের কাজ শেষ করে যথারীতি সেখানেই ঘুমিয়ে পড়েন তাঁরা। গভীর রাতে আচমকাই প্রচন্ড শব্দে আশপাশের লোকজন জেগে ওঠেন। ততক্ষণে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেই নির্মীয়মাণ বিল্ডিং। দশজন শ্রমিক চাপা পড়েছেন সেখানেই। খবর পাঠানো হয়েছে পুলিশে, দমকলে। চারদিকে হাহাকার! সাধারণ মানুষ হাত লাগিয়েছেন উদ্ধার কার্যে। পুলিশ ও দমকল এসে উদ্ধার কার্য শুরু করেছেন। যদিও ততক্ষণে পাঁচজনের মৃত্যু হয়েছে, বাকি পাঁচজনের অবস্থা অতি আশঙ্কাজনক।

ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune) ঘটেছে। বৃহস্পতিবার মাঝরাতের ঘটনা। পুনের ইয়ার্দা শাস্ত্রীনগর এলাকায় একটি শপিং মল তৈরির কাজ করছিলেন জন দশেক শ্রমিক। তাঁদের অধিকাংশের বাড়ি বিহারে। অন্যদিনের মতোই কাজ শেষে সেই নির্মীয়মাণ বিল্ডিংয়ে শুয়ে পড়েন তাঁরা। আর মাঝরাতেই সেই ঘুমের মধ্যেই ভেঙে পড়ে লোহার চাঙড়। আর তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। বাকি পাঁচজনের অবস্থা অতি আশঙ্কাজনক।

ডিসিপি পুনে পুলিশ রুহিদাস পাওয়ার বলেছেন, পাঁচজনের মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর আহত। নির্মীয়মাণ বিল্ডিং থেকে একটি লোহার চাঙড় ভেঙে পড়ে। শ্রমিকরা বিহারের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এমন দুর্ভাগ্যজনক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, পুনের নির্মীয়মাণ বিল্ডিংয়ের ঘটনায় গভীর শোকাহত। মৃত শ্রমিকদের পরিবারকে সমবেদনা জানাই। প্রার্থনা করি আহত শ্রমিকরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।