৯০-৯৫ শতাংশ ভারতীয় সেনা করোনার প্রথম ডোজ নিয়েছে, জানালো কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2021   শেষ আপডেট: 20/04/2021 9:11 p.m.

ভারতীয় সেনার ৫০-৫৫ শতাংশ দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়েছে

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে করোনা ভাইরাসের প্রভাব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা দেশবাসীর জন্য। নতুন মিউট্যান্ট স্ট্রেনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এরইমধ্যে করোনার ভ্যাকসিন নেওয়ার প্রবণতা অনেকগুণে বেড়ে গেছে। তারমধ্যে সুখবর শুনিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতীয় সেনার ৯০-৯৫ শতাংশ প্রথম ডোজ করোনা টিকা নিয়েছে। এছাড়া ৫০-৫৫ শতাংশ দ্বিতীয় ডোজ করোনা টিকাও নিয়ে নিয়েছে।

চলতি বছরের মার্চ মাসে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে মোট ৩৩,০০৩ জনের করোনা পজিটিভ হয়েছে ভারতীয় সেনার মধ্যে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৮১ জনের। এছাড়া বায়ুসেনার আক্রান্ত হয়েছিল ৮,১৫৯ জন ও নৌসেনার আক্রান্ত হয়েছিল ৩,৬০৪ জন। বায়ুসেনা ও নৌসেনার মধ্যে মৃতের পরিমাণ যথাক্রমে ৩৬ জন ও ২ জন। বর্তমানে ভারতের বুকে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে বলে ভারতীয় সেনাবাহিনী সর্তকতা অবলম্বন করে দিন কাটাচ্ছে। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় সেনার মধ্যে করোনা পরিস্থিতি সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন। জানা গিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দিল্লিতে এর আগে করোনার জন্য ২৫০ শয্যার ব্যবস্থা করেছিল যা বর্তমানে আরও ৫০০ টি বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি যাচাই করে যুদ্ধ তৎপরতায় সেনা লখনৌতে ৪৫০ শয্যার, বারাণসীতে ৭৫০ শয্যার ও আমেদাবাদে ৯০০ শয্যার কোভিড হাসপাতাল তৈরি করছে।