ভুয়ো চাকরির র‌্যাকেটের পর্দাফাঁস করল রেলপুলিশ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/09/2022   শেষ আপডেট: 01/09/2022 6:58 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

নয়াদিল্লির রেল‌ওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছে ওই ৫ জন

ভুয়ো টিকিট চেকারদের পর্দাফাঁস করল রেলপুলিশ (Rail Police)। বৃহস্পতিবার, একটি চাকরির র‌্যাকেটের খোঁজ মিলেছে। জানা গেছে, ৫ জন ব্যক্তি যারা আদপে রেলের কর্মী নন, তারা দিব্য টিটি সেজে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন। এর জেরে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে ৫ জনকে।

আইপিসির ৪১৯, ৪২০, ৪৬৮ এবং ৪৭১ ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং রেল‌ওয়ে আইনের ১৪৭ এবং ১৪৯ ধারার অধীনে ওই পাঁচজনকে নয়াদিল্লির রেল‌ওয়ে স্টেশন থেকে তুলে শ্রীঘরে চালান করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আন্তঃরাজ্যে বিভিন্ন স্ট্রং নেটওয়ার্ক রয়েছে এদের। এই র‌্যাকেটের বহু সদস্য যারা রাজ্যের বাইরে থাকে তাদের‌ও রেলপুলিশ কব্জায় এনেছে।

রেল‌ওয়ের ডিসিপি হরেন্দ্র কে সিং বলেন, "ধৃত ৫ জন প্রশিক্ষণার্থী রেলওয়ে টিকিট চেকার হিসেবে কাজ করতো, তাদের ধরার সঙ্গে সঙ্গে রেলওয়ে চাকরির গোটা একটি র‌্যাকেটকে ধরা সম্ভব হয়েছে। রাজ্যের বাইরে থাকা র‌্যাকেটের সদস্যদেরও র‌্যাডারে আনা সম্ভব হয়েছে।"