২১-এর গ্রীষ্মেই উড়বে জেট এয়ারওয়েজ! আশা কর্তৃপক্ষের
গত বছর আর্থিক লোকসানের জেরে বন্ধ হয়ে যায় উড়ান
নতুন বছরের শুরুর দিকেই সম্ভবত সুখবর আসতে চলেছে দেশের অন্যতম বড় বিমান সংস্থা জেট এয়ারওয়েজের জন্য। সূত্রের খবর ২০২১-এর মার্চ মাস নাগাদ আবার অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেব শুরু করতে পারে জেট। কোম্পানির নতুন মুখপাত্র মুরারি লাল জালান এবং কার্লক ক্যাপিটাল-এর মতে, জেট ২.০ প্রোগ্রাম সংস্থার পুরোনো গরিমা ফিরিয়ে আনতে নতুন ব্যবস্থাপনায় কাজ শুরু করতে চলেছে, যার মূল লক্ষ্যই হবে উন্নততর মানের পরিষেবা।
আরও পড়ুন
তাঁদের তরফে আরও জানানো হয়, যদি সবকিছু পরিকল্পনামাফিল চলে এবং ছাড়পত্র পাওয়া যায় তবে, ২০২১-এর গ্রীষ্মে জেট এয়ারওয়েজের পুরোনো সবকটি রুট এবং সময়েই শুরু হবে উড়ান।