ফের ধাক্কা শেয়ার বাজারে, ৯৪৪ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটি পড়ল ২৯৫ পয়েন্ট
বিগত ৪০ বছরের মধ্যে মার্কিন ডলারের মূল্য পড়েছে সর্বোচ্চ
আন্তর্জাতিক বাজারে টালমাটাল পরিস্থিতি। যেকারনে ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজারও (share market)। শুক্রবার অব্যাহত সূচকের পতন। শুক্রবার সকালে ৯৪৪ পয়েন্ট পড়ে বিএসই’র (BSE) সূচক সেনসেক্স (SENSEX) গিয়ে দাঁড়িয়েছে ৫৭,৯৮১। অন্যদিকে এনএসই’র (NSE) সূচক নিফটিও (NIFTY) প্রায় ২৯৫ পয়েন্ট পড়ে হয়েছে ১৭,৩১০।
ভারতের প্রায় সকল সেক্টরেই সূচক পড়েছে উল্লেখযোগ্য হারে। সেইসাথে রেকর্ড পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারেও। বিগত ৪০ বছরে সবথেকে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র (USA)। যার জেরে ৪০ বছরে মার্কিন ডলারের (USD) মূল্যও পড়েছে সর্বোচ্চ। এদিন ভারতে প্রতি ১ ডলারে ভারতীয় টাকার মূল্য ৭৫.৩২ রুপি।
উল্লেখ্য, সূচক পতনের মাঝেও নিফটি’তে এখনও ভালোই লাভের সম্মুখীন টেক মাহিন্দ্রা। তাদের স্টক ২.৭১ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১,৪২৮.৭৫ টাকায়। শেয়ার বেড়েছে ওএনজিসি (ONGC), বিপিসিএল (BPCL), আইওসি (IOC), কোল ইন্ডিয়া-র মতো পিএসইউগুলির (PSU)। তবে বাজাজ ফিনান্স, উইপ্রো, ইনফোসিস, এইচসিএল টেকের শেয়ার বাজারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।
অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সামগ্রিক লেনদেন বিশেষ আশাপ্রদ নয়। সেখানে ৭২৩ টি শেয়ারে বৃদ্ধি দেখা গেলেও দর পড়েছে ১,৮৮২ টি শেয়ারের। বিএসই’তে সবথেকে লোকসানে চলা শেয়ারগুলি হল, টেকএম, ইনফোসিস, উইপ্রো, বাজাজ ফিনান্স, এইচসিএল টেক, এইচডিএফসি, ডঃ রেড্ডিস। শুক্রবার সেনসেক্স পড়েছে ১.৬ শতাংশ। অন্যদিকে নিফটি’র সূচক পড়েছে ১.৭ শতাংশ।