ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। সেদেশের ইন্ডিয়ানা প্রদেশের একটি শপিং মলে ক্রেতাদের উপর এলোপাথাড়ি গুলি চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। আহত দুই। পালটা হামলায় নিহত হয়েছে বন্দুকবাজ।
মার্কিন পুলিশ জানিয়েছে, বন্দুকধারী একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গ্রিনউড পার্ক মলে। গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন জানিয়েছেন, আহত দু'জনকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্ক টাইমসকে মেয়র মার্ক মায়ার্স বলেছেন, "গ্রিনউড পুলিশ বিভাগ ঘটনাটি নিয়ন্ত্রণে রেখেছে। আমি কমান্ড পোস্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি, এবং আর কোন হুমকি নেই।"
বন্দুকধারী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন সশস্ত্র বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন। তবে, গুলি চালানোর পিছনে কোন উদ্দেশ্য এখনও কর্তৃপক্ষ শনাক্ত করতে পারেনি। চিফ জিম আইসন, একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে স্থানীয় জরুরি কল সেন্টারে সন্ধ্যা ৬ টার (স্থানীয় সময়) দিকে ফুড কোর্টে শুটিং সম্পর্কে খবর আসতে শুরু করে।