গা ঢাকা দিতে গিয়েও শেষরক্ষা হল না। ধরা পড়লেন পুলিশের জালে। চিত্রনাট্যটা (Script) ঠিকই ছিল, কিন্তু অল্প একটু ভুলে পুলিশের হাতে পাকড়াও হলেন তিনি।
নৌকায় চেপে অ্যান্টিগা থেকে কিউবা পালিয়ে যাচ্ছিলেন পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি (Mehul Choksi)। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রের অ্যান্টিগা থেকে দিন তিনেক আগে হঠাৎ বেপাত্তা হয়ে যান মেহুল চোকসি। অ্যান্টিগা পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান ছিল পালানোর একমাত্র পথ নৌকা, কারণ আকাশপথে হলে বিমানবন্দরে আটকে ফেলা সম্ভব হত। এমন অবস্থায় নৌকায় কিউবা পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে।
উল্লেখ্য, গত ২৩ মে শেষ দেখা গিয়েছিল মেহুল চোকসিকে। নিজের বাসভবন থেকে গাড়িতে করে এক নামী রেঁস্তোরার উদ্দেশ্যে যাত্রা করতে। তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর গাড়িটি জলি হারবার নামক স্থানে খুঁজে পাওয়া গেলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। অ্যান্টিগার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অবশেষে নৌকায় কিউবা পালিয়ে যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করল পুলিশ।