রক্ষকই ভক্ষক। নরওয়েতে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর কিছুক্ষণের মধ্যেই পরপর ২৩ জন প্রৌঢ়ের মৃত্যুতে আতঙ্কে নরওয়েবাসী। ফাইজার টিকাগ্রহণের পরই নানান পার্শ্বপ্রতিক্রিয়া সমেত অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে এবং মৃতদের মধ্যেও প্রত্যেকেই প্রৌঢ় ও বয়স্ক। ওই তেইশ জন মৃত ছাড়াও আরও ন'জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।
যে ফাইজারকে একমাত্র ভ্যাকসিন হিসাবে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা থেকেই কীভাবে হচ্ছে এমন দুর্ঘটনা? যদিও বিষয়টি তদন্তসাপেক্ষে, তবে অনেকেই ফাইজারই একমাত্র দায়ী বলে মানতে চাননি। চিকিৎসকদের গবেষণায় দেখা গেছে ওই তেইশ জনের মধ্যে তেরো জনের ভ্যকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, গায়ে ব্যাথার মতো উপসর্গ পাওয়া যায়। অনেকের ক্ষেত্রেই অ্যালার্জি পরিলক্ষিত হয়েছে বলে জানায় নরওয়ে মেডিসিন এজেন্সি। সেদেশে আপাতত বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা স্থগিত রাখা হয়েছে এবং ইউরোপীয় দেশগুলিতে ভ্যকসিন সরবরাহও বন্ধ রেখেছে নরওয়ে।