দেশে আর্থিক প্রতারণার ঘটনা প্রত্যেকদিন নতুন নতুন ভাবে বৃদ্ধি পাচ্ছে। আগে ব্যাঙ্ক কর্মী অথবা ম্যানেজারের পরিচয় দিয়ে ওটিপি হাসিল করার চেষ্টা করত হ্যাকাররা। বারে বারে করোনা ভ্যাকসিন নিয়ে প্রতারণার নতুন ছক কষেছে জালিয়াতরা। তবে সম্প্রতি এয়ারটেল কেওয়াইসি নামে নতুন আর্থিক তছরুপ করা শুরু করলো সাইবার হ্যাকার সংগঠন গুলি। আর এই নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে রবিবার অফিশিয়ালি টুইট করে জনসাধারণকে সাবধান থাকতে বলা হলো।
কলকাতা জয়েন্ট পুলিশ কমিশনার ট্যুইট করে জানিয়েছেন, এয়ারটেল কেওয়াইসির নামে এয়ারটেল গ্রাহকদের ঠকানোর নতুন ফন্দি ফিকির তৈরি করেছেন হ্যাকাররা। আমরা এই নিয়ে একাধিক অভিযোগ পেয়েছি। সাবধান থাকুন আপনারা। যদি এরকম কোন ফোন আসে তাহলে এন্টি ব্যাংক ফ্রড হেল্পলাইন ৮৫৮৫০৬৩১০৪ নম্বরে ফোন করে আপনারা রিপোর্ট দায়ের করতে পারেন। কলকাতা পুলিশ জানিয়েছে, এয়ারটেল গ্রাহকদের কেওয়াইসি আপডেট করানোর জন্য ফোন করছেন হ্যাকাররা। এরপর একটি ওয়েবসাইট লিঙ্ক পাঠানো হচ্ছে কাস্টমারদের কাছে। সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার ডাউনলোড হয়ে যাচ্ছে। এই সফটওয়্যার খুব সহজে আপনার ব্যাংকের সমস্ত তথ্য, সঞ্চয় করে রাখতে পারে। প্রথমে আপনাকে বলা হবে ১০ টাকা পাঠাতে। তারপর ধীরে ধীরে হ্যাকাররা আপনার টাকা আত্মসাৎ করা শুরু করবে।
আমরা ইতিমধ্যেই এমন বেশ কিছু অভিযোগ পেয়েছি যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বহু টাকা লুট করে নিয়েছে হ্যাকাররা। তাই আপনারা সবসময় সাবধান থাকুন এই ধরনের হ্যাকিং এর থেকে।