২৮ মার্চ, ২০২৩
কলকাতা

ফুটপাথে কন্যাসন্তান প্রসব, এগিয়ে এলেন না কেউই, অবশেষে পুলিশের তৎপরতায় রক্ষে

মানবিক পুলিশ, এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা
new born child Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২২ ৮:০৫

ব্যস্ত শহরের বুকে তখন দৌড়ঝাঁপ। ভিড়ে থিকথিক করছে চারপাশ। মুখ তুলে তাকানোর অবকাশটুকু নেই। কেবল হেঁটে যাওয়া! কেউ ঘরে ফিরছেন, কিংবা কেউ বাইরে অফিসের কাজ সেরে ফের অফিসে প্রত্যাবর্তন। শহর জুড়ে তখন ব্যস্ততার মরশুম চলছে। অনেকেই একে অপরের হাত ধরে মিষ্টি প্রেমালাপ কিংবা পছন্দের প্রিয়জনের পিছু ধাওয়া। এমন শহরের বুকে লক্ষ লক্ষ মানুষের মাঝে দেখা গেল চরম অমানবিকতার ছবি। মানবিক পুলিশের সহায়তায় শেষমেশ রক্ষে। নাহলে তো জীবন সংশয়। হাজার হাজার মানুষ দেখেও না দেখার ভান করে চলে গেলেন। এ কেমন কলকাতা? অনেকটাই অচেনা, অনেকটাই বিবেকশূন্য।

প্রাক্ দুর্গাপুজোর মুহূর্তে শহরে তখন শোভাযাত্রার উদ্যোগ আয়োজন। মানুষের ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। এরমধ্যেই ফুটপাথবাসী এক নারীর অসহনীয় প্রসব যন্ত্রণা। রানী নামের বছর ৩৫-র সেই মহিলা তখন যন্ত্রণায় ছটফট করছেন। ফুটপাথের উপর রক্তের ধারা বইতে শুরু করেছে। না, কোন সাধারণ মানুষ এগিয়ে এলেন না। মানুষ তো মাটির দুর্গার শোভাযাত্রা ঘিরে মশগুল। অন্যদিকে জীবন্ত দুর্গা সহায় সম্বলহীন। নিতান্তই অসহায়।

সবাই যখন একে একে সরে যাচ্ছেন, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলকাতা পুলিশ। আশেপাশের দোকানদাররা এগিয়ে এলেন। খবর গেল পাশের ট্রাফিক সার্জেন্টের কাছে। এগিয়ে এলেন ইন্সপেক্টর ইন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সার্জেন্ট প্রণব দেবনাথ। ততক্ষণে ফুটপাথবাসী রানী কন্যাসন্তান প্রসব করেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা কাহিল। তৎক্ষণাৎ তাঁর চিকিৎসার প্রয়োজন। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের তৎপরতায় মা ও মেয়েকে হাসপাতালে স্থানান্তরিত করা হল। এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

তবে শহরের বুকে এই দৃশ্য মর্মান্তিক। ব্যস্ততার ভিড়ে চাপা পড়ে গেছে মানুষের মূল্যবোধ। হারিয়ে গেছে ন্যূনতম নৈতিকতা। প্রথমাবস্থায় এমন অসহায় মানুষের পাশে থাকার একটা লোক পাওয়া যায়নি। কেউ রানীর পাশে দাঁড়ায়নি। এ এক অদ্ভুত দৃশ্য! মিছিল নগরী কলকাতার বুকে প্রাক্ দুর্গাপুজোর মুহূর্তে উৎসবের মেজাজ। কিন্তু আসল দুর্গা তখন ফুটপাথে যন্ত্রণায় কাতর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৬ মার্চ

আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন

Rain taxi kolkata
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata
১২ মার্চ

উপস্থিত হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীকান্ত আচার্য সহ আরও অনেকেই

Sandhya Mukherjee
৬ মার্চ

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল আগামী ২১ মার্চ কলকাতায় আসতে চলেছেন

Mamata Puja
২৬ ফেব্রুয়ারি

আগামী ২ মাসের মধ্যে মেট্রোর কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে

Kolkata metro
২৫ ফেব্রুয়ারি

বুধবার তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে

Kunal leg
২৪ ফেব্রুয়ারি

দীর্ঘ ২৫ বছর ধরে দেশবাসীকে কণ্ঠের মায়ায় বেঁধে চলেছেন শ্রেয়া ঘোষাল

Shreya Ghosal new
১৫ ফেব্রুয়ারি

জয়দীপ এবং তাঁর মা চম্পা দাস মিলে শুরু করতে চলেছেন তাঁদের নতুন পথচলা "মা ছেলের হেঁশেল"

Jaydeep cover
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc
১২ জানুয়ারি

রাজ্যে চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হবে বলে জানিয়েছেন সুজিত বসু

Flying Drone