বিশ্ব উষ্ণায়নের মাত্র ধীরে ধীরে বেড়েই চলেছে এবং আগামী ৮০ বছরের মধ্যে পৃথিবীর ঋতু একেবারেই পরিবর্তিত হতে চলেছে। আর এবারে সারাবিশ্ব ঝলসে যেতে চলেছে তীব্র দহনে। কারণ, বিজ্ঞানীদের দাবি ৮০ বছর পর থেকে পৃথিবীতে সবথেকে বেশি সময় পর্যন্ত থাকবে গ্রীষ্মকাল। এই গ্রীষ্ম কাল থাকবে টানা ৬ মাস। অন্যদিকে যদি শীতকালের কথা বলা হয় তা কিন্তু অত্যন্ত কমে যাবে। মেরে কেটে বছরে আপনারা শীতকাল উপভোগ করতে পারবেন মাত্র দুই মাস। আগামী ২১০০ সাল পর্যন্ত গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাবে। তার পাশাপাশি উত্তর গোলার্ধে শীতের সর্বনিম্ন তাপমাত্রা ও কিন্তু বেশ খানিকটা কমে যাবে। জিওফিজিক্যাল রিসার্চ লেটারস নামক বিজ্ঞান গবেষণা পত্রিকায় এ বিষয়টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে।
এই ঋতু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বজুড়ে পড়তে চলেছে। তারপর প্রবাহের ফলে তীব্রতা এবং ঝড়ের উন্মত্ততা বাড়বে। তার পাশাপাশি গ্রীষ্মকাল বেড়ে যাওয়ায় কৃষিকাজে অত্যন্ত ক্ষতি হবে। ফসল উৎপাদন প্রচন্ডভাবে কমে যেতে চলেছে। এছাড়াও জানানো হয়েছে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ ট্রপিকাল অঞ্চলে মশার উপদ্রব বাড়বে। এই ধরনের মশা গুলি সাধারণত মানুষের পক্ষে ক্ষতিকর হবে এবং তারা বিভিন্ন ধরনের ভাইরাস বহন করবে। একটা সময় আসবে যখন এই সমস্ত মশা প্রচন্ড পরিমানে বেড়ে যাবে। এই সমস্ত মশার গতিপথ হবে ঊর্ধ্বমুখী। পাশাপাশি করোনাভাইরাস এর থেকেও বেশি সংক্রমিত হতে পারে এই মশা বলে বিজ্ঞানীদের ধারণা