বসন্তে বৃষ্টি, শীঘ্রই মরশুমের প্রথম বৃষ্টির স্বাক্ষী হতে চলেছে শহর কলকাতা। আগামী বৃহস্পতিবার শহরে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে এর দাপট। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই সতর্কতা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। ১৩ ও ১৪ মার্চ দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, ১৬ ও ১৭ মার্চ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে কলকাতা গরম বাড়লেও, বৃষ্টি অধরা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে কলকাতা এবং জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।