ভাঙল সাত বছরের রেকর্ড, চলতি বছরে উষ্ণতম এপ্রিলের সাক্ষী থাকবে বঙ্গবাসী। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রির ঘরে ঢুকতে চলেছে কলকাতার তাপমাত্রা! আশঙ্কা আবহাওয়া দফতরের। ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা আরও বাড়বে।
দক্ষিণবঙ্গের মতো হাল উত্তরবঙ্গেও। সেখানেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতেও গরম বাড়বে। বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘর।