২৯ মার্চ, ২০২৪
লাইফস্টাইল

Happy Mother's Day 2022: পছন্দের রান্না থেকে স্মৃতির সরণী বেয়ে, সফর-সঙ্গী হয়ে উঠুন আপনার মায়ের

মায়ের জন্য বরাদ্দ রাখুন এই বিশেষ দিনটি, জানান আপনার জীবনে তাঁর ভূমিকা
mothers day Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মে ২০২২
শেষ আপডেট: ৬ মে ২০২২ ০:২০

'মা', পৃথিবীর সবচেয়ে ছোট্ট, অথচ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দ! যে শব্দের কোন বিকল্প হয়না! যাঁর সঙ্গে জন্মের আগে থেকেই গড়ে ওঠে হৃদ্যতা! তাঁকে নিয়ে বলা, আর মহাভারতের মত কালজয়ী মহাকাব্যের শুরু এবং শেষ খুঁজে না পাওয়া, দুইই সমান! মা'কে নিয়ে বলতে গেলে, কোথায় শুরু, আর কোথাও শেষ হবে, সেই সমীকরণ কখনোই মেলেনা! আর এই অসম্পূর্ণতাই হয় এই ক্ষেত্রে বিশেষ। এটিই বলে দেয়, তিনি আমাদের জীবনে ঠিক কি!

আগামী ৮ মে 'বিশ্ব মাতৃ দিবস' (International Mother's Day)। প্রত্যেক বছর, মে মাসের দ্বিতীয় রবিবার মায়েদের জন্য এই দিনটি পালন হয়। যদিও, প্রতিদিনই মাতৃ দিবস! কিন্তু প্রতিদিন তাঁকে বলা হয়ে ওঠেনা, তিনি আমাদের জীবনের 'সোনার কাঠি'! যে ছোঁয়ায় আমরা জীবনের পথে অভিজ্ঞ হই। তাই মায়ের নামে একটি দিন, বিশেষ তো হতেই হয়!

১৯১৪ সালের ৯ মে, আমেরিকার (America) রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson); একটি আইন পাশ করেন, যেখানে বলা হয়েছিল প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার, পালন করা হবে মাতৃ দিবস। তারপর থেকে আমেরিকা-সহ বিভিন্ন দেশে মাতৃ দিবস পালিত হয়ে থাকে। কিন্তু ২ ফেব্রুয়ারি একমাত্র, গ্রিসে (Greece) মাতৃ দিবস পালিত হয়।

mothers day child field Bengali News
প্রতীকী ছবি

১৯০৮ সালে, আমেরিকাবাসী আনা জার্ভিস (Anna Jarvis) , তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে, এই বিশেষ দিনটির সূচনা করেন। যদিও পৃথিবীর সকল মায়েদের জন্য স্বীকৃতি অর্জনের লড়াই তাঁর শুরু হয়েছিল ১৯০৫ সালে। কিন্তু তৎকালীন সরকার তাঁর এই আবেদনকে সম্মতি দেননি। পরবর্তীতে তিনি এই লড়াইয়ে জয়ী হলে, তাঁর সঙ্গে সমগ্র বিশ্ব মেতে ওঠে এই বিশেষ দিনটির মাধুর্যে।

আপনিও মেতে উঠুন, আপনার এই আত্মার দোসরের সঙ্গে, এই বিশেষ দিনটিতে। যে যে ভাবে আপনি আপনার মা'কে বিশেষ অনুভব করাতে পারেন, সেগুলি হল-

১) নিজের হাতে তৈরী চিঠি বা কার্ড

ছোটবেলায় প্রিয় বন্ধুদের জন্মদিন হোক বা তাঁদেরকে ঘিরে বিশেষ দিন, আমরা কম বেশি নিজের হতে চিঠি লিখে বা কার্ড বানিয়ে তাঁদের উপহার দিয়েছি! এবারে, মায়ের জন্যও করে ফেলুন ঠিক এমন কিছু! ইচ্ছে মত তাঁকে নিয়ে কবিতা, প্রিয় স্মৃতি, বা প্রিয় মুহূর্তকে চিঠি বা কার্ডের মাধ্যমে বন্দী করুন! উপহারটি পাওয়ার পর, আপনার মায়ের সঙ্গে আপনার, আবেগঘন মুহূর্তের সঙ্গী হওয়ার দিকে এগোতে, আর দেরি কিসের!

২) আত্মপ্রেম

সংসারের দায়িত্ব, কর্তব্য, রোজনামচা সামলে, তিনি নিজের জন্য একেবারেই সময় পাননা। তাই এই একটি দিন আপনি তাঁর সময়কে চালনা করুন! সাংসারিক দায়বদ্ধতাকে খানিক সামলে, মা'কে নিয়ে যান তাঁর শৈশবের আঙিনায়। কি ভাবছেন, খুব শক্ত? এর উত্তরটা খুবই সোজা, আপনি যেমন আপনার ত্বকের, রূপের যত্ন নিতে পার্লারে যান, এই একটি দিন মা'কেও সেখানে নিয়ে যান। পেডিকিওর, ম্যানিকিওর, স্পা থেকে শুরু করে, একটি জমজমাট ভোজ দিয়ে দিনটি উদযাপন করুন। তাঁর মধ্যে সেই আত্মপ্রেমের প্রবণতাকে, আবার জাগিয়ে তুলুন!

৩) ছুটি যাপন

তাঁর সঙ্গে কাজ ভাগাভাগি করে, তাড়াতাড়ি সেরে নিন। তারপর গোপনে তাঁর এবং নিজের ব্যাগটি গুছিয়ে, তাঁকে চমকে দিয়ে বেড়িয়ে পড়ুন ধারে কাছে। গঙ্গার ধারে, বা কোন ভালো রেস্তোরা, বা কোন ভালো একটি ছবি, উপভোগ করুন আপনার জীবনের এই পরম 'সম্বল'টির সঙ্গে।

৪) প্রিয় রান্না

একটা দিন তাঁকে একটু বুদ্ধি করে, ছুটি দিন। বাড়ির কাজ বা রান্নার দিকে, আপনি বা বাড়ির অন্যেরা মনোনিবেশ করুন। তাঁর প্রিয় পদগুলি মাথায় রেখে, একের পর এক ব্যঞ্জন তৈরি করে ফেলুন। সন্তানের হাতে নিজের পছন্দের খাবার আস্বাদন করে, তিনি যেমন চমকে যাবেন, তেমনই আবেগপ্রবণ হয়ে উঠবেন।

৫) কেকের আয়োজন

আপনি যদি কেক তৈরি করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই! কিন্তু যদি আপনি কেক প্রস্তুত করতে না জানেন, তবে বাইরে থেকে একটি মাতৃ দিবসের 'থিম' (Theme) এর কেকের বন্দোবস্ত করে ফেলুন। এই বিশেষ দিনে কেক আপনাদের মুহূর্তকে আনন্দপ্রবন করতে, অনুঘটকের কাজ করবে।

৬) স্মৃতির সরণি

মায়ের ছোটবেলার ছবি, অথবা তাঁর সঙ্গে আপনার ছোটবেলার ছবি একত্রিত করে তাঁকে একটি ফটোফ্রেম উপহার দিন! তাঁকে নিয়ে একটু সময় কাটান, যেখানে তিনি সেই দিনগুলিতে আপনার সঙ্গে আবার ফিরে যেতে পারেন। তাঁর পছন্দের মানুষগুলির সঙ্গে যোগাযোগ করান। তাঁর মন ভালো থাকলে, পরিবারের সকলে ভালো থাকবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ মার্চ

রঙ মাখলেই মুখ ভরে যায় র‍্যাশে? রইল সমাধান

holi celebration
১৩ ফেব্রুয়ারি

ভালোবাসার মানুষের সঙ্গে বিশেষ ভাবে পালন করুন দিনটি

Sharly
১৮ ডিসেম্বর

কোন কোন ফল রাখবেন শীতের খাদ্যতালিকায়?

Fruits
২১ নভেম্বর

সাবেকিয়ানা থেকে ভাবনার নতুনত্ব, কী কী ভাবে সেজে উঠবে জগদ্ধাত্রী পুজোর থিম?

Jagadhatri Puja
৭ নভেম্বর

আগামী ১৫ নভেম্বর দেশ জুড়ে ভাইদের মঙ্গল কামনায় পালিত হবে ভাইফোঁটা

Bhaifota 2021
৭ নভেম্বর

ধন-সমৃদ্ধির কামনায় হিন্দুরা পালন করে থাকেন ধনতেরাস

Dhanteras
৭ নভেম্বর

টেরাকোটার ঐতিহ্য থেকে ডাউহিল আতঙ্ক, কী কী ভাবে চমক দিতে প্রস্তুত মধ্যমগ্রামের কালী পুজো?

Kalighat maa kali
২ নভেম্বর

দেশে থেকেই বিদেশ ভ্রমণ, সঙ্গে হ্যারি পটারের জাদুনগরী, দীপাবলিতে দুর্দান্ত থিমে সেজে উঠছে বারাসাত

Goddess kali
২৩ অক্টোবর

নায়িকাদের মত কেশসজ্জায় সেজে উঠুন পুজোর দিনগুলিতে

kangana Deepika
২১ অক্টোবর

বাদ রাখুন বাইরের খাবার, পাতে রাখুন বেশি পরিমাণ শাক সবজি

Yoga
২০ অক্টোবর

দুর্গা পুজোর মেট্রো গাইড দেখে নিন এক নজরে

Kolkata metro
১৯ অক্টোবর

রইল কিছু 'ট্রেন্ডিং' ফ্যাশনের খোঁজ

Kiara alia new
৩০ সেপ্টেম্বর

পুজোর আনন্দে বাধ সাধবে না ওজন! মেনে চলুন কয়েকটি ঘরোয়া টোটকা

Bengali food instagram
২৯ সেপ্টেম্বর

প্রিয়জনের 'সওগাত'-এ থাকুক, সুগন্ধী থেকে স্মার্ট ওয়াচের মত প্রয়োজনীয় সামগ্রী

market bangles street shop foot path