বরাবরের মত কালের নিয়মে, ফাল্গুন কে বিদায় দিয়ে চৈত্র আগত। আর তার অনুষঙ্গ হিসেবে গরম। ফাল্গুন থেকেই গরমের দাবদাহে নাস্তানাবুদ রাজ্যবাসী। পৃথিবী এখন পুরনো ছন্দেই। অফিস, স্কুল, কলেজ ফেরতা নাগরিকেরা পড়ছেন সূর্যদেবের রোষের মুখে। চড়া রোদে পুড়ে যাচ্ছে ত্বক! তবে উপায়?
সমস্যা থাকলে, উপায়ও থাকে সমান্তরালে। মাত্র কয়েক কুঁচি বরফ টুকরো 'জাদু কি ঝাপ্পি' দিয়ে দেবে আপনার ত্বকে। শীতল অনুভূতি তো বটেই, বরফের ছোঁয়ায় ত্বক হয়ে উঠবে সজীব। গরমে 'আইস থেরাপি' র দোসর পাওয়া অসাধ্য সাধন। বরফের মত ডাক্তার থাকতে, ত্বকের অসুখ হওয়া 'নৈব নৈব চ'। ত্বকের বিবর্ণতা, রোদে পোড়া দাগ, কালচে ভাব দূর করতে বরফের জুড়ি মেলা ভার। সারাদিনের ক্লান্তি শেষে, 'মহুয়া ফুলের' মত ক্লান্ত মুখে, কয়েক কুচি বরফ ঘষলে যে আরাম মেলে, তার পরিমাপক যন্ত্র হিসেবে বোধ হয়, আপনার আরাম-বিলাসী শরীরের প্রাণোচ্ছলতাকে ধরা যেতে পারে।
ঘুমের ঘাটতির কারণে, চোখের নিচে ফোলা ভাব সৃষ্টি হয়। কিছুক্ষণ দু তিনটি বরফ কুচি, পাতলা সুতির কাপড়ের সঙ্গে জড়িয়ে সেই স্থানে ঘষতে থাকলে, ফোলা ভাব বিলীন হয়। এমনকি ত্বকের কোন ক্ষয় হলেও, আইস কিউবের কম্প্রেস দ্বারা আক্রান্ত স্থানের ক্ষয় প্রতিরোধ করা যায়। 'আইস থেরাপি' র ফলে ত্বকে রক্ত সঞ্চালনেও উপকারিতার রেশ লক্ষ্য করা যায়।
মেকাপের আগে, বা রাতে ক্রিম লাগানোর পরে বরফ ঘষলে উপকার পাওয়া যায়। এছাড়া ত্বকের বলিরেখা, শুষ্কতা ইত্যাদি দুর করে ত্বককে উজ্জ্বল বানাতে বরফের উপকারীতার প্রসঙ্গে, কোনো দ্বিমত থাকেনা।