রাজ্যে গত জুন মাস থেকেই বাড়ছে দৈনিক সংক্রমণ। গতকাল আক্রান্ত হয়েছেন ১৪৯৯ জন। কোভিডের এই বাড়বাড়ন্ত দেখে চিন্তার ছবি রাজ্য স্বাস্থ্যদপ্তরে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন, ফের মাস্ক পরতে। ব্যবহার করতে স্যানিটাইজার। রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফেও, কোভিড-বিধি মেনে চলার কথা বলা হয়েছিল।
রাজ্যে কেন মাথাচারা দিচ্ছে করোনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এল অসচেনতার ছবি। পরিসংখ্যান বলছে, বুস্টার টিকা তো দূর অস্ত, রাজ্যের ৬০ লক্ষের বেশি মানুষ এখনও করোনার দ্বিতীয় টিকাই নেননি।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত প্রথম টিকা দেওয়া হয়েছে অন্তত ৭ কোটি ৭০ লক্ষ মানুষকে। তাঁদের মধ্যে ৬০ লক্ষের বেশি মানুষ এখনও দ্বিতীয় টিকা নেননি। অর্থাৎ এই ৬০ লক্ষের বেশি মানুষের টিকার কোর্সই পূরণ হয়নি। অন্যদিকে স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, বুস্টার টিকা নেননি রাজ্যের অন্তত ২৩ লক্ষ ষাটোর্ধ্ব নাগরিক।
রাজ্যের আমজনতার এমন উদাসীনতার চিত্র দেখে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। জেলায় জেলায় দ্রুত টিকাকরণ শেষ করতে জেলা প্রশাসনকেও চিঠি দেওয়া হয়েছে।