২৯ এপ্রিল, ২০২৪
বিনোদন

অনির্বাণের পর এবার ভাবাচ্ছে অঞ্জন দত্তের গান, বার্তা নবীন প্রজন্মকে

এই দুনিয়া কোনওদিন হবে না স্বর্গরাজ্য, কোন বিরোধীদের বিঁধলেন তিনি?
Anjan Dutta Bengali News
অঞ্জন দত্ত facebook.com/profile.php
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২০:১২

চলছে বিধানসভা নির্বাচন, জিতবে কোন দল? বাকি এখনও চার দফা নির্বাচন। আর তার আগেই প্রচারে খামতি রাখছেন না কোনও দল। প্রতিদিন, প্রতিনিয়ত সভায় মেতেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে সভার পাল্টা সভা করে একে অপরকে আক্রমণ করা নতুন কিছু নয়, প্রতিবার তা হয়, এবারেও হচ্ছে। তবে তাতেই রকমফের! ভুললে হবে না এবছরে প্রায় সব দলেই তারকাদের ভীড়। কাজেই প্রচার যে ভিন্নস্বাদের হবে, তা আশাতীত।

কিছুদিন আগেই অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) সহ একাধিক তারকাদের গানের বার্তা ছিল, “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব।” যা মূলত এনআরসি ও সিএএ'র সময় বেঁধেছিলেন অর্ণিবান। সুর দিয়েছেন শুভদীপ গুহ। গেয়েছেন অর্ক মুখোপাধ্যায়, শুভদীপ গুহ, অনির্বাণ, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, উজান চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন।

তবে এই গানে বহু তারকাদের দেখা মিললেও, চোখে আসেনি বিজেপিতে যোগদানকারী প্রার্থীরা। তবে এবার এই গানেরই পাল্টা গান, বাবুল সুপ্রিয় (Babul Supriyo), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বিজেপির পক্ষ থেকে এল এবার নতুন মিউজিক ভিডিও। যার বার্তা, "তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো।"

এর আগেও মূলত বাম সমর্থকদের তরফে প্রকাশ্যে এসেছিল টুম্পা প্যারোডি। তৃণমূলের তরফেও ভাইরাল গান, দেবাংশুর গলায় "খেলা হবে"। যেই স্লোগানে মাঠে নেমেছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই। তবে এবার ভিন্ন সুরে অঞ্জন দত্ত। 'এই দুনিয়া কোনওদিন হবে না স্বর্গরাজ্য' এমন সুরেই গাইলেন গান। সাধারণ মানুষের উদ্দেশ্যে বোঝাতে চাইলেন, ভোটের আগে জেতার জন্য ওমন প্রতিশ্রুতি নিছক বাহানা। ভোটের পরেই প্রেক্ষাপট বদলে যায়, তারপরেও চলবে প্রতিদিনের অশান্তি, সংশয়। ভোট মিটলেই হবেনা স্বর্গরাজ্য।

চতুর্থ দফার ভোটের দিনই ভাইরাল হয় এই গান, যেখানে গায়ক বলছেন, 'আজ তোমার আমার সামনে খুবই বড় একটা সিদ্ধান্ত। ভবিষ্যতে কী থাকবে, কী থাকবে না সাম্প্রদায়িক ভয়। ঝগড়াঝাটি করেও একসাথে বাঁচার যে আনন্দ, সেই আনন্দ চলে যেতেও পারে তোমারই পাড়ায়।' বলাবাহুল্য, ভোটের আগেই অনির্বাণ ভট্টাচার্যের লেখা 'নিজেদের মতে, নিজেদের গান' শোরগোল ফেলেছিল সর্বত্র। আর তার কয়েকদিন পরেই অঞ্জন দত্তের এই গান, যেন নতুন করে ভাবাচ্ছে নবীন প্রজন্মকে। শুধু গানের সুর কিংবা কথা নয়, গানের নেপথ্যেই তিনি তুলে ধরেছেন সাম্প্রতিক কিছু ঘটনা। নোট বন্দি থেকে কৃষক আন্দোলন সহ আরও নানান ঘটনা উঠে এসেছে এই গানে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ এপ্রিল

আশা অডিওর ইউটিউব চ্যানেলে শুনুন, গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের গান "একলা বৈশাখে"

Mukul song
২৬ এপ্রিল

রেশ কাটছে না 'মির্জা'র! দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল প্রেক্ষাগৃহ

Ankush Hazra Oindrila Sen
২৬ এপ্রিল

মূল চরিত্রে দেখা যাবে প্রতীক সেন এবং রত্নপ্রিয়া দাসকে

Trp list 20th Jan
২১ এপ্রিল

আইনি জটিলতা কাটিয়ে পুরনো বাড়িতেই ফিরছেন জোনাস-দম্পতি

Nick Priyanka new
২০ এপ্রিল

২৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী অভিনীত 'আলাপ'

Mimi Chakraborty 12
২০ এপ্রিল

এই এপ্রিলে বলিউডের কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়?

Akshay Kumar 2
১৯ এপ্রিল

নিউটাউনের একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিয়ে আসর

Rupanjana Mitra
৫ এপ্রিল

আগত সন্তানের উদ্দেশ্যে কী বললেন ইয়ামি গৌতম?

Yami wedding
৫ এপ্রিল

মুক্তি পেয়েছে 'আলাপ' ছবির প্রথম গান 'আবহাওয়া বলে দেয়'

Mimi white saree new
২৩ মার্চ

আজ শনিবার বেলা বারোটার সময় মরদেহ আনা হবে টেকনিশিয়ানস স্টুডিওতে

Partha Sarathi Deb
২২ মার্চ

জিৎ-রুক্মিণীকে জুটিতে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক

jeet Rukmini
২৩ ফেব্রুয়ারি

আমি আপ্লুত, ধন্যবাদ : লিখলেন সোনু সুদ

Sonu new
২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka