গত বছরের মার্চ মাস থেকে করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতি দুর্বিষহ করে তুলেছে সাধারণ মানুষের জীবনকে। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে জোর ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। এই মহামারীর কারণে টান পড়েছে কেন্দ্রীয় কোষাগারে। তাই এবার করোনার ধাক্কায় ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বেসরকারিকরণ ও বিদেশি বিনিয়োগে ভরসা রাখছে মোদির সরকার। তাই এবার কেন্দ্র সরকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) বিলগ্নীকরণের পথে হেঁটেছে। তাই গত সোমবার BPCL তাদের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের ৬১.৬৫ শতাংশ অংশীদারিত্ব ৯৮৭৫ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
বাজারে বিক্রির খবর চাউর হতেই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ BPCL এর শেয়ার ৪.২ শতাংশ বৃদ্ধির সাথে ৪৭৪.৫০ টাকায় খুলেছিল। এখন তা বেড়ে হয়েছে ৪৮২.৪০ টাকা। এই শেয়ার সূচক গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ। প্রসঙ্গত উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে বেসরকারি করা হবে দুটি ব্যাঙ্ককে। এছাড়াও এয়ার ইন্ডিয়া ও পবনহংসের বেসরকারিকরণ চলছে। গোটা দেশজুড়ে এই বেসরকারিকরণের বিরোধিতা করছে বিরোধীরা। তাদের দাবি যে মোদি সরকার দেশের জাতীয় সম্পত্তি সম্পূর্ণ বিক্রি করে দিতে চাইছে।