এই বছরের শেষে কিংবা পরের বছরের শুরুতে টাটা গ্রুপ বাজারে আনতে চলেছে সুপার অ্যাপ। টাটা সন্সের গয়না বিভাগ তানিশক, ঘড়ি বিভাগ টাইটান এবং ট্রেন্ট ডিজিটালকে এক ছাতার তলায় আনার লক্ষ্যে এই সুপার অ্যাপের ভাবনা।
শোনা যাচ্ছে ওয়ালমার্ট গ্রুপ প্রায় ২৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে এই উদ্যোগে। ওয়ালমার্ট গ্রুপের ফ্লিপকার্ট এবং টাটা গ্রুপের সুপার অ্যাপ একজোট হয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে। টাটা কিংবা ওয়ালমার্ট সূত্রে অফিসিয়ালি কিছু জানানো না হলেও বিনিয়োগের বিষয়ে কথাবার্তা অনেকটা এগিয়েছে বলেই খবর। এখন শেয়ারের ভাগ এবং বিনিয়োগের সঠিক অঙ্ক নিয়ে আলোচনা চলছে দুই সংস্থার মধ্যে।
করোনার পর ভারতে ইনভেস্ট করার ঝোঁক দেখা যাচ্ছে বিদেশি কোম্পানি গুলোর মধ্যে। ইতিমধ্যেই রিলায়েন্স গ্রুপের জিও প্লাটফর্মে গুগল, ফেসবুক, সিলভার লেকের মতো কোম্পানি প্রায় ২০০০ কোটি ডলার ইনভেস্ট করেছে। এখন ওয়ালমার্ট যদি ২৫০০ কোটি ডলার নিয়ে আসে তাহলে বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে এক ধাক্কায় রিলায়েন্সকে পিছনে ফেলে এগিয়ে যাবে টাটা।