মঙ্গলবার সকালে বাজার খুলতেই বেশ কিছুটা উঠল শেয়ার বাজার (Share Market)। নিফটি (Nifty) এবং সেনসেক্সের (Sensex) পয়েন্ট বেশ কিছুটা উঠল বম্বে স্টক এক্সচেঞ্জ মার্কেটে। সকাল সাড়ে ৯ টা নাগাদ সেনসেক্সের ৪৬০ পয়েন্ট বৃদ্ধি পায়। সেই সময় সেনসেক্স ঘোরাফেরা করছিল ৫৬ হাজার ৮৬৬ পয়েন্টের আশেপাশে। নিফটির প্রায় ১৩৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৯৮০ পয়েন্টের আশেপাশে ঘুরছিল।
উল্লেখ্য, গত ১০ মাসে শেয়ার বাজারে এতবড় সংকট দেখা যায়নি। গতকাল অনেকটাই পড়ে যায় শেয়ার বাজার। সেনসেক্স ১৭৪৭.০৮ পয়েন্ট অর্থাৎ প্রায় ৩ শতাংশ পড়ে গিয়েছিল। বাজার বন্ধ হয়েছিল ৫৬,৪০৫.৮৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫৩২ পয়েন্ট অর্থাৎ ৩.০৬ শতাংশ পড়ে যায়। বিশ্ব বাজারের আর্থিক মন্দার কারণে বম্বে স্টক এক্সচেঞ্জেও বিরাট পতন পরিলক্ষিত হয়। তবে মঙ্গলবার সকালে বাজার খুলতেই কিছুটা ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।
এমন পতনের কারণ কী? অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সম্প্রতি ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া আমেরিকার সংকট বাজার পড়ে যাওয়ার অন্যতম কারণ। রাশিয়া ইউক্রেন সংকট ঘিরে তৈরি হয়েছে বাড়তি সতর্কতা। আর তার ফলেই দিন কয়েক ধরেই তরতর করে নামতে শুরু করেছে শেয়ার বাজার। এমন সংকটের মধ্যেও টেক মাহিন্দ্রা, ইনফোসিস, শ্রীসিমেন্ট লাভ দিয়ে সফর শুরু।