ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বের অর্থনীতির উপর পড়েছে ব্যাপক প্রভাব। তার আঁচ এসেছে ভারতীয় শেয়ার বাজারেও। যুদ্ধ শুরু হওয়ার দিনেও দেখা গিয়েছিল সেনসেক্স (SENSEX) এবং নিফটিতে (NIFTY) রেকর্ড পতন। একইরকমের ছবি ধরা পড়ল আজকেও। প্রায় ১৬০০ পয়েন্ট নামতে দেখা গেল সেনসেক্স। পড়লো নিফটিও।
এদিন সকাল ১০ টা বেজে ২৮ মিনিট অনুযায়ী ১৫৭০ (২.৮৯ %) পয়েন্ট পড়ে সেন্সেক্স ৫২,৭৬৩। অন্যদিকে ৪৫১ (২.৭৮ %) পয়েন্ট পড়ে নিফটি ১৫,৭৯৩। অধিকাংশ সেক্টরেই নিম্নমুখী স্টক। বোম্বে স্টক এক্সচেঞ্জের ইনডেক্সে মারুতি, বাজাজ ফাইন্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, আলট্রাটেক সিমেন্ট, এম অ্যান্ড এম (M&M), এল অ্যান্ড টি (L&T)-এর ক্ষতির পরিমাণ সবথেকে বেশি অন্যদিকে লাভের মুখ দেখেছে টাটা স্টিল। নিফটিতেও ক্ষতির দিক থেকে সবার উপরে রয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া। এছাড়াও ক্ষতির মুখ দেখেছে বাজাজ ফাইনান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইচার মোটরস এবং এম অ্যান্ড এম-এর মত সংস্থাগুলি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও পড়েছে ব্যাপক প্রভাব। ইতিমধ্যেই তেলের দাম আকাশ ছুঁয়েছে। ব্যারেল প্রতি খনিজ তেলের দাম ১৩০ ডলার ছাড়িয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ। বিশ্ব বাজারে সোনার দাম প্রতি আউন্সে ছুঁয়েছে ২০০০ ডলার। যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে এই পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।