এসে থেকেই ডিজিটাল ভারতের স্বপ্ন দেখে মোদী সরকার। তার ফল স্বরূপ ডিজিটাল লেনদেন বেড়েছে বিস্তর। বেড়েছে কারচুপিও। ফলে গ্রাহকরা পড়েছেন ফ্যাসাদে। সেই জায়গায় নিজেদের ডেবিট ক্রেডিট কার্ডের পরিসেবা ঠিক করে নেবেন গ্রাহকরা নিজেরা। তার ফলে কারচুপির সম্ভাবনা কমবে বলেই আশা।
নতুন নিয়ম অনুযায়ী প্রধানত-
- গ্রাহকরা লেনদেনের সীমা ঠিক করতে পারবেন
- কার্ডের মাধ্যমে কোন পরিষেবা নিতে চান গ্রাহকরা সেটা ঠিক করে নিতে পারবেন তাঁরাই।
- বিদেশি লেনদেন করতে চাইলে ব্যাংককে জানিয়ে করতে পারবেন গ্রাহকরা।
- গ্রাহকরা কোন সুবিধা নিতে চান বা চান না সেটা অনলাইনেই ঠিক করে নিতে পারবেন গ্রাহকরা।
এগুলো ছাড়াও আরো অনেক বিষয় যোগ হচ্ছে নতুন নিয়মে।