করোনা অতিমারি ছেড়ে কথা বলেনি এশিয়ার ধনীতম মানুষটিকেও৷ জুলাই–সেপ্ঢেম্বর ত্রৈমাসিকে ১৫ শতাংশ কমেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিক মুনাফা৷
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
লকডাউন উঠে গেলেও বিশ্ব জুড়েই ব্যবসা–বাণিজ্যে রয়ে গেছে অতিমারির রেশ৷ বিশেষ করে ঘা পড়েছে পর্যটন শিল্পে৷ বিক্রি কমেছে গ্যাসোলিন, ডিজেল ও জেট–জ্বালানির৷ সব মিলিয়ে কমেছে তেলের চাহিদা৷ কমে গেছে রিলায়েন্সের পেট্রোকেম ব্যবসার আয়৷ গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল, তার তুলনায় ২৩ শতাংশ কমে এ’বছর আয় দাঁড়িয়েছে ২৯,৬৬৫ কোটি টাকা৷
তবে লকডাউন ও অতিমারির কারণে ঘরে বসে কাজের চল বেড়ে যাওয়ায় ব্যবসা বেড়েছে রিলায়্যান্স জিয়োর৷ নিট মুনাফা বেড়েছে প্রায় তিন গুণ৷ ক্রমাগত মাসুল বাড়ানোর কারণে গ্রাহক পিছু আয়ও বাড়িয়ে নিয়েছে রিলায়্যান্স জিয়ো৷
অতিমারির ধাক্কায় রিলায়্যান্স রিটেলের মুনাফাও কিছুটা কমেছে৷ যদিও আম্বানি সাহেব এতে হতাশ হতে রাজি নন৷ আগামী দিনে এই ব্যবসা অনেক বেশি মুনাফার জোগান দেবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস৷