এটিএমে হতে থাকা জালিয়াতি রুখতে এই বছরের শুরুতেই পদক্ষেপ গ্রহণ করেছিল এসবিআই। সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৮ টার মধ্যে এটিএম থেকে ১০,০০০ এর বেশি টাকা তুলতে ডেবিট কার্ড পিন ছাড়াও লাগতো মোবাইলে আসা ওটিপি।
১৫ সেপ্টেম্বর এসবিআই এর দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ ঘন্টাই ১০,০০০ বা তার বেশি টাকা তোলার ক্ষেত্রে এই পদ্ধতি লাগু হবে।
অর্থাৎ আগামীকাল থেকে দিনের যেকোনো সময় এসবিআই এটিএমে ১০,০০০ এর বেশি টাকা তুলতে সাথে ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা মোবাইল ফোন থাকা আবশ্যক। এটিএমে অ্যামাউন্ট লেখার সাথে সাথেই ওটিপি চাইবে মেশিন। ওটিপি মিললে তবেই টাকা বেরোবে মেশিন থেকে। যদিও এসবিআই ছাড়া অন্য কোনও এটিএম-এ এই ব্যবস্থা নেই।