হজে উপস্থিত থাকতে পারবেন সম্পূর্ণ টিকাকরণ করা ৬০ হাজার জন, সিদ্ধান্ত সৌদি সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 7:39 p.m.
হজ pexels.com

করোনা পরিস্থিতিতে হজে উপস্থিত থাকতে প্রত্যেকের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে

গতবছর থেকে করোনা (Corona) ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। চলতি বছরের শুরু থেকে ভারতে সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে চলতি বছরে হজে কতজন আসতে পারবেন বা যাওয়ার জন্য শর্তাবলী বেঁধে দিল সৌদি আরব (Saudi Arab) সরকার। এবার হজে যাওয়ার জন্য সৌদি আরব সরকারের একাধিক শর্ত মেনে চলতে হবে। সৌদির হজ এবং উমরা মন্ত্রকের তরফ জানানো হয়েছে, "সর্বোচ্চ ৬০ হাজার মানুষ এই বছর হজে যেতে পারবেন। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া তাঁদের সম্পূর্ণ করোনা টিকাকরণ প্রক্রিয়া শেষ হলেই হজে আসার অনুমতি পাওয়া যাবে। ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মর্ডানা এবং জনসন এন্ড জনসন করোনা টিকা বৈধ বলে বিবেচনা করা হবে। পূণ্যার্থীদের কোন দীর্ঘকালীন রোগ থাকলে তারা হজে আসতে পারবে না। যাঁরা হজে আসতে চান, তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে।"

এই প্রসঙ্গে সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, "করোনা ভাইরাস মহামারীর কারণে সারা বিশ্ব যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং নয়া করোনার প্রজাতি সংক্রমণের কারণে বাধ্য হয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে ব্যবস্থা গ্রহণ করছে। প্রচুর মানুষ যেহেতু হজে আসেন এবং বহু জায়গায় দীর্ঘদিন ধরে কাটান তাই স্বাস্থ্যগত দিক থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার চেষ্টা করা হবে।" প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে সৌদি আরবে হজে এসেছিলেন ২৫ লাখ মানুষ। গতবছর সেই সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র ১০ হাজারে। চলতি বছরের সেই সংখ্যা সর্বোচ্চ ৬০ হাজার করা হয়েছে।