করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা আনল ব্রিটেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2022   শেষ আপডেট: 20/01/2022 11 a.m.
করোনা @martinsanchez

অতিরিক্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি মাস্ক পরার ক্ষেত্রেও বিধিনিষেধ তুলে নিল বরিস জনসনের দেশ

ওয়ার্ক ফ্রম হোম (WFH) এবং কোভিড-১৯ (COVID-19) টিকার শংসাপত্রের জমানা শেষ হল ব্রিটেনে (Britain)। মাস্ক পরাও আর বাধ্যতামূলক রইল না, এমনটাই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। ওমিক্রন (Omicron) প্রজাতির সংক্রমণের হার কম হওয়ায়, আগামী বৃহস্পতিবার থেকে দেশে সমস্ত রকম নিষেধাজ্ঞায় শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ প্রশাসন। হাউস অফ কমন্সে এদিন বরিস জনসন ঘোষণা করেন, "সর্বশেষ ওএনএস (ONS) তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।"

অন্যান্য প্রতিষ্ঠান কোভিড পাসের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে, তবে প্রশাসনের তরফে করোনা টিকার সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে সমস্ত বিধিনিষেধ থেকে দেশবাসীকে অব্যাহতি দেওয়া হবে।" তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও অনেক কমেছে, বিশেষত লন্ডনে সংখ্যা অনেক কম। ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যাও নগণ্য।

গত ডিসেম্বর মাসেই, ব্রিটেন তাদের প্ল্যান বি অনুযায়ী কিছু বিধিনিষেধ জারি করে। দেশে ওমিক্রণ প্রজাতির সংক্রমণের ঢেউ ঊর্ধ্বগামী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এদিন বরিস জনসন জানান, "জনাকীর্ণ জায়গায় মানুষকে মাস্ক পড়ার অনুরোধ জানাচ্ছি। তবে এবিষয়ে কোনো অপরাধমূলক শাস্তির বিষয় থাকবে না। আমরা ব্রিটেনের মানুষের উপর আস্থা রাখছি।" গত মঙ্গলবার ব্রিটেনে ৯৪,৪৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন।