ভারত এবং আমেরিকা দুটি দেশ আরো ভালোভাবে একে অপরের সাহায্য করতে পারে, মোদির সঙ্গে আলোচনায় বাইডেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/09/2021   শেষ আপডেট: 24/09/2021 11:33 p.m.
নরেন্দ্র মোদী এবং জো বাইডেন Twitter.com/narendramodi

মোদী ও বাইডেনের এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে দু'দেশের বেশকিছু আভ্যন্তরীণ বিষয় নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে বলে খবর। হোয়াইট হাউসে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেনকে ধন্যবাদ জানান তার উষ্ণ অভ্যর্থনার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আপনার উষ্ণ অভ্যর্থনায় আমি অত্যন্ত আপ্লুত। আপনার সঙ্গে দেখা করার আগে সুযোগ হয়েছিল। তবে আজকে আমরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক।'

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সাথে সাথেই, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও আজকে আলোচিত হলো। জো বাইডেন বললেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা ছিলেন একজন ভারতীয়। ৪ মিলিয়ন ইন্দো-আমেরিকান বাসিন্দারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন সেই বিষয়ে বেশ কিছু আলোচনা হল। আজকের বৈঠক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপন তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।

তার পাশাপাশি ভারত এবং আমেরিকার মধ্যে যদি সম্পর্ক ভালো হয় তাহলে পরবর্তীকালে করোনা ভাইরাস মোকাবিলা এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করছে দু'পক্ষই। বাইডেন আরো বললেন, 'আমার দৃঢ় বিশ্বাস, ভারত এবং আমেরিকার মধ্যে এই সম্পর্ক বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবে। ২০০৬ সালে যখন আমি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি বলেছিলাম আর কিছু বছরের মধ্যেই ভারত এবং আমেরিকা দুজনের খুব কাছাকাছি চলে আসবে। এর ফলে আমাদের দুজনের ক্ষেত্রেই সমস্ত সমস্যার সমাধানে সুবিধা হবে।'

অন্যদিকে আজকের বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বললেন, 'আগামী ভবিষ্যৎ কিভাবে চলবে তা নির্ধারণে আপনি এবং আপনার দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে বলে আমার আশা। আজকের দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় দশকের শুরুর দিকে আমরা আজকে বৈঠক করছি। এই দশকটা কিরকম ভাবে চলবে, তা নির্ধারণে আপনি এবং আপনার দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দশকে টেকনোলজি সবথেকে বেশি অগ্রগতি করবে বলে আমার আশা। যদি আমরা আমাদের সমস্ত ট্যালেন্টকে কাজে লাগাই, তাহলে দেশের দশের সবার ভালো হবে।'

প্রেসিডেন্ট জো বাইডেন আজকে মহাত্মা গান্ধীকে নিয়েও কথা বলেন। স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা এবং তার নীতি আদর্শ নিয়ে নিজের মতামত জ্ঞাপন করলেন জো বাইডেন। তিনি বললেন, মহাত্মা গান্ধী আমাদের সকলকে বিশ্বাস করার শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাটা দুনিয়ার জন্য, আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইডেনের প্রশংসায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও বললেন, প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচিত সমস্ত বিষয়গুলি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এমন অনেক ব্যাপার রয়েছে যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরকে সাহায্য করতে পারে। ব্যবসা এবং লগ্নি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার পরেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টুইটেও তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তার নেতৃত্বের প্রশংসা করলেন। যদিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও ভার্চুয়াল ভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন। তবে সরাসরি দেখা এই প্রথম।