অনির্দিষ্টকালের জন্য ব্যান হলো ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 08/01/2021 6:17 a.m.
ডোনাল্ড ট্রাম্প

মার্ক জুকারবার্গের অভিযোগ, তিনি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন মানুষকে প্ররোচিত করার জন্য

ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার ঘোষণা করলেন, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তৈরি সমস্যার কারণে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্ট অনির্দিষ্টকালের জন্য ব্লক করে দেওয়া হল। অন্তত আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই ব্লগ খোলা হবে না। জুকারবাগ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাদের প্লাটফর্ম ব্যবহার করেছিলেন, জনগণের মধ্যে হিংসা ছড়ানোর জন্য এবং জনগণকে প্ররোচিত করার জন্য। এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে তিনি এই কাজ করেছিলেন। এই কারণেই তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্টে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক লাগিয়ে দেওয়া হল।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট সাময়িকভাবে ব্যান করে দেওয়া হয়েছিল ফেসবুকের ক্ষেত্রে ২৪ ঘন্টা এবং টুইটারের ক্ষেত্রে ১২ ঘন্টার জন্য। প্রসঙ্গত ফেসবুকের অধিকৃত অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট ২৪ ঘন্টার জন্য ব্যান করে দিয়েছিল এর আগে। ফেসবুকে তার সিদ্ধান্ত নিয়ে মার্ক জুকারবার্গ লিখেছেন," ডোনাল্ড ট্রাম্প ফেসবুককে খুব খারাপ ভাবে ব্যবহার করেছেন। তিনি জনগণের মধ্যে হিংসা এবং প্ররোচনা ছড়িয়ে দিতে চাইছেন। এই কারণেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্ট অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দেওয়া হল।