ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন এলন মাস্ক, টুইটার ছেড়ে নজর কি এবার ফুটবলে? তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/08/2022   শেষ আপডেট: 17/08/2022 9:12 a.m.
https://instagram.com/elonofficiall

ঘটনাটি নেহাতই মজা নাকি সত্যি? স্যোশাল মিডিয়াতে তীব্র বিতর্ক

তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার (Twitter) কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এই নিয়ে কম জলঘোলা হয়নি। যে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk) কি ইংলিশ ফুটবল ক্লাব 'ম্যানচেস্টার ইউনাইটেড' (Manchester United) কিনছেন? সাম্প্রতিক মাস্কের একটি টুইট ঘিরে তেমনই জল্পনা শুরু হয়েছে।

এলন মাস্ক বরাবরই টুইটে মজাদার উত্তর দেন। যেকোন সাধারণ ব্যক্তির কোন প্রশ্নের উত্তর তিনি অনেক ক্ষেত্রেই দিয়েছেন। এবারেও ঠিক তাই ঘটল। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের একজন অনুরাগী দাবি করেছিলেন, বর্তমান ক্লাবের মালিক যোগ্য নন। যার কারণেই ক্লাবের গুরুত্ব ক্রমশ কমছে। আর তেমন প্রশ্নের উত্তরে মাস্ক জানিয়েছেন, তিনি নাকি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনছেন।

মাস্কের এমন মন্তব্যের পর স্যোশাল মিডিয়ায় রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অনেকেই মজা করে বলছেন, এটা মাস্কের নিতান্তই বে-খেয়াল। টুইটার কিনবেন বলে বর্তমানে আইনি জটিলতায় জড়িয়ে টুইটার। এমন অবস্থায় এই ইংলিশ ফুটবল ক্লাবও জটিলতায় পড়ে যায় কী না, সেদিকে নজর রাখছে সকলে।