হামলা চালাতে পারে চীনা সেনা, দ্বীপরাষ্ট্রকে সাহায্যের হাত আমেরিকার
আমেরিকা ও জাপানের প্রতিরক্ষামন্ত্রকের মধ্যে তাইওয়ানের ওপর হামলার আশঙ্কা নিয়ে বৈঠক হয়েছে
চীন হামলা করতে পারে তাইওয়ানে। এই আশঙ্কায় লালফৌজকে জব্দ করার জন্য জাপানের সাথে বৈঠক করতে গিয়েছে মার্কিন কর্তাদের এক প্রতিনিধি দল। জানা গিয়েছে, আমেরিকা ও জাপানের প্রতিরক্ষামন্ত্রকের মধ্যে তাইওয়ানের ওপর হামলার আশঙ্কা নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি। বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে আমেরিকা ও জাপান একসঙ্গে লালফৌজের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে। আসলে সম্প্রতি তাইওয়ানের আকাশে চিনা সেনাদের আনাগোনা অনেক বেড়ে গেছে। তাই চীনা সেনার অতর্কিত আক্রমণের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত উল্লেখ্য, চীন বরাবর তাইওয়ান ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে। এই ভূখণ্ডে ১.৪ কোটি মানুষের বসবাস। অনেকদিন ধরে এই দ্বন্দ্ব চললেও বর্তমানে বেজিংয়ে শি জিনপিং ক্ষমতায় আসার পর কমিউনিস্ট সরকার আরও বেশি আগ্রাসী হয়ে উঠছে। এই মুহূর্তে চিন তেমনভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে না। তাই এবার আমেরিকা জাপানের মিলিত বাহিনী প্রস্তুত হচ্ছে তাইওয়ানকে লালফৌজের হাত থেকে রক্ষা করার জন্য।