ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল হাইতি, রিখটার স্কেলে মাত্রা ৭.২

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/08/2021   শেষ আপডেট: 14/08/2021 11:06 p.m.

ভূমিকম্পের উৎসস্থল পেটিট ট্রু দে নিপেস সংলগ্ন এলাকা

শনিবার সন্ধ্যে ৫টা ৫৯মিনিটে ভয়ঙ্কর ভুমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি, যার আঁচ পড়েছে অন্যান্য ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলিতেও। ঘটনায় রীতিমত আতঙ্কে সেখানকার দেশবাসীরা।

সুত্রের খবর, এই ভয়াবহ ভূমিকম্পের উৎসস্থল পেটিট ট্রু দে নিপেস সংলগ্ন এলাকা, যা হাইতির রাজধানী পোর্ট-আল-প্রিন্স থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রীয় জিওলজিক্যাল সার্ভের কথায়, ভূকম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।

প্রসঙ্গত, ১১ বছর আগে আরও একটি ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল হাইতি। সেবারে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। ২০১০-এর সেই ভুকম্পনে মৃত্যু হয়েছিল প্রায় তিন লক্ষ মানুষের। বহু ইমারত ভেঙে পরেছিল তাসের ঘরের মতো। ঘরছাড়া হয়েছিলেন লক্ষাধিক মানুষ। তবে এবারের ভুমিকম্প সেসব ইতিহাসের মাত্রা ছাপিয়ে গেছে। যদিও সরকারী তরফে এখনও কোনও ক্ষয়ক্ষতির পরিমান মা মৃতের সংখ্যা জানানো হয়নি, তবে সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছাড়া বিভিন্ন ছবি এবং ভিডিও দেখে ক্ষয়ক্ষতির পরিমান ভালই আন্দাজ করা যাচ্ছে। শুধু হাইতি নয়, প্রতিবেশী রাষ্ট্র কিউবা এবং জামাইকা-তেও আঁচ পড়েছে এই ভূকম্পনের। তবে কিউবান প্রশাসন দাবী করেছেন, এখনও পর্যন্ত তাদের কাছে ক্ষয়ক্ষতি, আহত বা নিহত সম্পর্কিত কোনও তথ্য এসে পৌঁছায়নি।

ইতিমধ্যেই আমেরিকান সুনামি ওয়ার্নিং সিস্টেম উপকূলবর্তী অঞ্চলে ভুকম্প পরবর্তী সুনামির সতর্কতাও জারি করেছে।